ফিটনেস ফ্রিক বলতে যে সমস্ত অভিনেত্রীদের কথা প্রথমেই মাথায় আসে, মালাইকা অরোরা (Malaika Arora) তাঁদের মধ্যে একেবারে প্রথম দিকে থাকবেন। তাঁর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট ঘাঁটলে বিষয়টা আরও স্পষ্ট হবে। তাঁর বেশিরভাগ পোস্টই যোগ, এক্সারসাইজ এবং ওয়র্ক আউট সেশন হয়ে থাকে।
সম্প্রতি মালাইকা অরোরা বাড়ির বাইরে বেরিয়েই পাপারাৎজিদের নজরে পরেন। তিনি তখন স্পোর্টস ব্রা পরে ছিলেন। সম্ভবত জিম করতে যাচ্ছিলেন। তার মধ্যেই এর কর্তব্যরত ট্রাফিক পুলিশ মালাইকার সঙ্গে ছবি তোলার আবদার জানান। মালাইকা ছবি তোলার জন্য পাশে দাঁড়ান এবং ছবি তোলেন। এই ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়ে যায় ট্রোলিং।
ছবি তোলার পর পাপারাৎজিদের উদ্দেশে হাত নেড়ে গাড়িতে বসে চলে যান মালাইকা। কিন্তু তাঁর এই ছবি তোলানো যে ট্রোলিংয়ের কারণ হয়ে দাঁড়াবে তা হয়তো তিনি নিজেও ভাবতে পারেননি। ভিডিওটি এখন সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হচ্ছে। একজন পুলিশ কর্মীর সঙ্গে স্পোর্টস ব্রা পরে ছবি অশোভন সেটা নিয়েই বহু মানুষ নানা কটুক্তি করেছেন সোশাল মিডিয়ায়।
অনেকেই লিখেছেন ব্রা পরে কে জিমে যান? অনেকে এটাও লিখেছেন, যে মালাইকা বেশির ভাগ সময় খুবই কম পোশাকে থাকেন। এমন আরও নানা কমেন্টে ভরে গিয়েছে কমেন্ট বক্স। কেউ তাঁকে ঠিকঠাক পোশাক পরার পরামর্শও দিয়েছেন। তবে এমন ঘটনা এই প্রথম নয়। এর আগেও বহুবার পোশাকের জন্য ট্রোল হয়েছেন মালাইকা।
তবে ৪৭ বছর বয়সি মালাইকার ফিটনেস যে কোনও তরুণীকে কমপ্লেক্স দিতে পারে। এই বয়সেও যে এমন ফিচনেস ধরে রাখা যায় তা দেখাচ্ছেন মালাইকা। এ জন্য বহু মানুষ তাঁর অকুণ্ঠ প্রশংসাও করেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তা চাপা পরে যায় মালাইকার পোশাকের কারণে ট্রোল হওয়ার জন্য।