scorecardresearch
 

Film Wrap: অসুস্থতা নিয়েই শ্যুটিং করছেন 'বিগ বি'! স্বস্তিকার নতুন ফটো শ্যুট

Entertainment News Today, 1st October 2021: হলি, বলি কিংবা টলি! কী চলছে সারা দেশের বিনোদন জগতে? তারকারা কে কী করছেন? করোনার দ্বিতীয় ঢেউয়ের পর কী অবস্থা ফিল্ম ইন্ডাস্ট্রির? সমস্ত খবর থেকে গসিপ এক মুহূর্তে, আজতক বাংলায়। 

Advertisement
স্বস্তিকা মুখোপাধ্যায় ও অমিতাভ বচ্চন স্বস্তিকা মুখোপাধ্যায় ও অমিতাভ বচ্চন
হাইলাইটস
  • সমস্ত খবর থেকে গসিপ এক মুহূর্তে, আজতক বাংলায়।
  • সারাদিনের বিনোদনের খুঁটিনাটি।
  • হলি, বলি কিংবা টলি! সমস্ত খবর এক ক্লিকেই।

Entertainment News Today 1st October 2021: হলি, বলি কিংবা টলি! কী চলছে সারা দেশের বিনোদন জগতে? তারকারা কে কী করছেন? করোনার দ্বিতীয় ঢেউয়ের পর কী অবস্থা ফিল্ম ইন্ডাস্ট্রির? সমস্ত খবর থেকে গসিপ এক মুহূর্তে, আজতক বাংলায়।

স্বস্তিকার এই শাড়ি লুকগুলি বেছে নিতে পারেন এই পুজোর সাজ হিসাবে 

ওয়েস্টার্ন কিংবা ট্রাডিশনাল, সব রকম লুকেই নিজস্ব স্টাইল স্টেটমেন্ট তৈরি করেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সব ধরণের পোশাকেই তিনি সাবলীল। কিংবা বলা ভাল, তাঁকে সব রকমের পোশাকেই দিব্যি মানায়। 


স্পেনের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র  

স্পেনের মাদ্রিদে আয়োজিত ২০ তম 'ইমাজিন ইন্ডিয়া ফিল্ম ফেস্টিভাল' (Imagineindia Film Festival) -এ সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার পেলেন দেবজ্যোতি মিশ্র (Debojyoti Mishra)। 


 পায়ে ফ্র্যাকচার, অসহ্য যন্ত্রণা নিয়েই KBC 13-র শ্যুটিং করছেন অমিতাভ  

চলছে কেবিসি-র সিজন ১৩।  অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) সকল প্রতিযোগীদের অনবরত সাহস জোগান। পায়ে ফ্র্যাকচার নিয়ের গেম শোয়ের শ্যুটিং করছেন বিগ বি। আর সেই কথা নিজেই ব্লগে শেয়ার করলেন তিনি। 


NBA ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর 'গালি-বয়'

ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন (NBA) বৃহস্পতিবার বলিউড সুপারস্টার রণবীর সিংকে (Ranveer Singh) ভারতের জন্য এনবিএ ব্র্যান্ড অ্যাম্বাসাডর মনোনীত করেছে। রণবীর সিং ২০২১-২২-এর ৭৫ তম বার্ষিকী জুড়ে ভারতে লিগের প্রোফাইল বাড়ানোর জন্য NBA-র সাথে কাজ করবেন।


১ অক্টোবর থেকে OTT সাবস্ক্রিপশনে লাগু হবে RBI-র এই নয়া নিয়মগুলি!

রিসার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India/ RBI) অ্যাডিশনাল ফ্যাক্টর অথেন্টিকেশন (Additional Factor Authentication/ AFA) নিয়মানুসারে এবার থেকে মাসের শুরুতেই ইউটিলিটি বিল (Utility Bill), ওটিটি সাবস্ক্রিপশন (OTT Subscription) এবং অন্যান্য পরিষেবার পেমেন্ট অটো ডেভিড (Auto Debit) হবে না।

Advertisement


 

Advertisement