scorecardresearch
 

India Going To be 3rd Largest Economy Of The World: বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলেছে ভারত, চিন কতদূর?

India Going To be 3rd Largest Economy Of The World: ইতিমধ্যেই ব্রিটেনকে পিছনে ফেলে পৃথিবীর টপ ৫ ইকোনমির মধ্যে শামিল হয়ে গিয়েছে ভারত। এখন খুব দ্রুত আমেরিকা এবং চিনের পরে পৃথিবীর তিন নম্বর সবচেয়ে বড় অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশের জন্য তৈরি। ভারতীয় স্টেট ব্যাংকের একটি রিসার্চে বেরোনো রিপোর্ট অনুযায়ী ভারত, ২০২৭ সালের মধ্যে জার্মানিকে পেছনে ফেলে চতুর্থ সবচেয়ে বড় অর্থ ব্যবস্থা হয়ে হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যাবে। আসু জেনে নিই চিনকে টপকাতে কী করতে হবে?

Advertisement
বিশ্বের তৃতীয় অর্থনীতি হতে চলেছে ভারত, চিনকে পিছনে ফেলতে কতদিন? বিশ্বের তৃতীয় অর্থনীতি হতে চলেছে ভারত, চিনকে পিছনে ফেলতে কতদিন?
হাইলাইটস
  • বিশ্বের তৃতীয় অর্থনীতি হতে চলেছে ভারত,
  • ব্রিটেন পিছনে, লক্ষ্য জার্মানি ও জাপান
  • চিনকে পিছনে ফেলতে কতদিন?

India Going To be 3rd Largest Economy Of The World: এ বছর ব্রিটেন কে পিছনে ফেলে পৃথিবীর টপ ৫ ইকোনমির মধ্যে শামিল হয়ে গিয়েছে ভারত। এখন খুব দ্রুত আমেরিকা এবং চিনের পরে পৃথিবীর তিন নম্বর সবচেয়ে বড় অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশের জন্য তৈরি। ভারতীয় স্টেট ব্যাংকের একটি রিসার্চে বেরোনো রিপোর্ট অনুযায়ী ভারত, ২০২৭ সালের মধ্যে জার্মানিকে পেছনে ফেলে চতুর্থ সবচেয়ে বড় অর্থ ব্যবস্থা হয়ে হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যাবে। যেখানে ২০২৯-এর মধ্যে জাপানের চেয়ে এগিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বলা হয়েছে এই দুই অর্থ ব্যবস্থাকে পেছনে ফেলে তিন নম্বর যাওয়া শুধু এখন সময়ের অপেক্ষা।

আরও পড়ুনঃ ১৪ শাকের নামে যা খুশি গছিয়ে দেয়নি তো! না ঠকতে চাইলে আসল জিনিস চিনুন

২০৪৭ পর্যন্ত উন্নত রাষ্ট্র হিসেবে পৌঁছানোর লক্ষ্য

পৃথিবীর সবচেয়ে দ্রুত এগিয়ে যাওয়া অর্থ ব্যবস্থা হিসেবে উঠে এসেছে ভারত। এখন এটাও আলোচনায় উঠে এসেছে ভারত চিনকেও ছাপিয়ে যাবে কি? বিশেষ করে যেখানে ভারত ২০৪৭ পর্যন্ত উন্নত রাষ্ট্র হওয়ার টার্গেট নিয়ে নেমেছে, সেখানে সেই সময়ের মধ্যে অনুমান করা যাচ্ছে যে ভারতীয় অর্থ ব্যবস্থা আকারে কবে চিনকে পেছনে ফেলবে? যদি বর্তমান পরিস্থিতি হিসাব করে দেখা যায়, তাহলে এই পরিস্থিতির মোকাবিলায় আপাতত ভারতের অর্থনীতির আকার প্রায় ৩.৫ ট্রিলিয়ন ডলার। যেখানে চিনের অর্থনীতির পরিমাণ ১৭ ট্রিলিয়ন ডলারের।

চিনের চেয়ে এগিয়ে যেতে ভারতের লাগবে ২৫ বছর

জানা গিয়েছে যে ২০৪৭ পর্যন্ত ভারতের লক্ষ্য কুড়ি ট্রিলিয়ন ডলারের অর্থ ব্যবস্থা হিসেবে নিজেদের আত্মপ্রকাশ করা। যদিও এর জন্য বছরে সাত থেকে সাত সাড়ে সাত শতাংশ উন্নয়ন প্রয়োজন রয়েছে। এই পরিস্থিতিতে ভারত চিনকে টপকে এগিয়ে যেতে ২৫ বছর পর্যন্ত মোটামুটি সময় লাগবে। কারণ তখন পর্যন্ত উন্নতি করতে করতে এগোবে এবং তুলনায় বড় অর্থনীতি হয়ে যাবে।

Advertisement

একসময় চিন-ভারতের মধ্যে পার্থক্য সামান্য ছিল

৩২ বছর আগে অর্থাৎ ১৯৯০ সালে ভারত এবং চিনের অর্থব্যবস্থার মধ্যে মামুলি পার্থক্য ছিল। কিন্তু এরপরে চিন আর্থিক উন্নতি ঘটাতে প্রায় এক্সপ্রেস গতিতে এগিয়ে যায় এবং তাদের জিডিপি ভারতের চেয়ে ৫.৪৬ গুণ বেশি হয়ে যায়। ভারতের প্রতি ব্যক্তি আয় যেখানে ২৫০০ ডলার গড়ে আয় করেন, সেখানে চিনের প্রতি ব্যাক্তির আয় সতেরো হাজার ডলারের কাছে ।১৯৯১ সাল থেকে পাঁচ গুণ আয় বাড়িয়েছে ভারত। যেখানে চিনে এক ব্যক্তি ২৪ গুণ আয় বাড়িয়েছে।

আরও পড়ুনঃ  মদ খেয়েও লিভার ড্যামেজ রোখার কী উপায়? রইল কিছু টিপস

চিনকে টপকে যেতে ভারতকে কী করতে হবে?

এমনিতে ভারতে আপাতত যুব শ্রমিকদের সংখ্যা চিনের মোকাবেলায় অনেকটাই বেশি। কিন্তু সমস্যা হল, ভারতের শ্রমিকদের এডুকেশন এবং স্কিলের বিষয়ে চিনের শ্রমিক অনেক বেশি দক্ষ। এ ছাড়া বর্তমান পরিস্থিতিতে সাইবার দক্ষতার যুগে যেখানে টেকনিকের, শ্রমের তুলনায় দাম অনেক বেশি, সেখানে টেকনোলজি অনেক আগে। কিন্তু এখন ভারতের বিষয়ে ধীরে ধীরে এগোচ্ছে দক্ষতা বাড়িয়ে দিচ্ছে।

 

Advertisement