scorecardresearch
 

Army Public School Recruitment 2022 : আর্মি পাবলিক স্কুলে চাকরি, যোগ্যতা-আবেদন কীভাবে?

Army Public School Recruitment 2022: কম্বাইড সিলেকশন বোর্ড ইন্টারভিউ নেবে। সেটা আয়োজিত হবে ৩১ মার্চ। সরকারি বিজ্ঞাপনে এ ব্যাপারে সব বলা রয়েছে।

Advertisement
আর্মি পাবলিক স্কুলে চাকরির সুযোগ (প্রতীকী ছবি) আর্মি পাবলিক স্কুলে চাকরির সুযোগ (প্রতীকী ছবি)
হাইলাইটস
  • সরকারি স্কুলে চাকরির এক দারুণ সুযোগ
  • নর্দার্ন কমান্ড সদর দফতর শিক্ষক পদে নিয়োগ করা হবে
  • তেমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে

Army Public School Recruitment 2022: সরকারি স্কুলে চাকরির এক দারুণ সুযোগ। নর্দার্ন কমান্ড সদর দফতর শিক্ষক পদে নিয়োগ করা হবে। তেমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের কাছে আবেদন করার জন্য জন্য বলা হয়েছে।

অনলাইনে আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা APSU Dhampur এর অফিসিয়াল সাইটে apsudhampur.org এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। আবেদনের শেষ দিন মার্চ মাসের ২৬ তারিখ। ফলে হাতে সময় নেই বললেই চলে। আগ্রহী প্রার্থীরা দ্রুত সেখানে আবেদন করুন। 

শূন্যপদের বিবরণ
এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ২২টি পদ পূরণ করবে।

PGT: ৫টি পদ
TGT: ১৭টি পোস্ট

কার কী যোগ্যতা লাগবে
PGT: প্রার্থীদের অবশ্যই বিএড সহ স্নাতকোত্তর হতে হবে এবং দুই ক্ষেত্রেই ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে

TGT: প্রার্থীদের প্রত্যেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর সহ স্নাতক হতে হবে। যদি প্রার্থী গ্রাজুয়েশনে ৫০ শতাংশ নম্বর না পেয়ে থাকেন কিন্তু স্নাতকোত্তর বিষয়ে ৫০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়ে থাকেন, তাহলে প্রার্থী সেখানে আবেদন করার জন্য বৈধ বলে বিবেচিত হবেন।

নির্বাচন প্রক্রিয়া
কম্বাইড সিলেকশন বোর্ড ইন্টারভিউ নেবে। সেটা আয়োজিত হবে ৩১ মার্চ। সরকারি বিজ্ঞাপনে এ ব্যাপারে সব বলা রয়েছে। প্রার্থীদের কাছে আর্জি, আবেদন করার আগে তা ভাল করে দেখে নিতে।

প্রার্থীদের জন্য নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে প্রার্থীকে একটি ক্লাস শেখাতে হবে। তাদের লেখার দক্ষতার ৩০ নম্বরের একটি লিখিত পরীক্ষা দিতে হবে এবং সমস্ত বিভাগের জন্য একটি কম্পিউটার দক্ষতা পরীক্ষা দিতে হবে।

আবেদন করার উপায়
ওই পদের জন্য আবেদন খরচ ১০০ টাকা। আবেদন পাঠাতে হবে নীচের ঠিকানায়-
প্রিন্সিপ্যাল
আর্মি পাবলিক স্কুল
উধমপুর, জম্মু-কাশ্মীর
পিও পিটিএ, পিন - ১৮২১০৪

Advertisement

সরকারি বিজ্ঞাপন দেখার জন্য এখানে ক্লিক করুন।  

আরও পড়ুন: কাঁচা মাংস খেয়ে টানা ৭৭ দিন কাটালেন যুবক, Instagram-এ ভাইরাল

আরও পড়ুন: শুয়ে শুয়েই কামালেন কোটি কোটি টাকা, নজির তৈরি করেছেন এই যুবক

 

Advertisement