scorecardresearch
 

Madhyamik Results 2022 : মাধ্যমিকের রেজাল্ট শুক্রবার, ফল জানা যাবে অ্যাপেও, দেখে নিন

How to Check Madhyamik Results 2022: মাধ্যমিকের ফল প্রকাশিত হবে ৩ জুন, শুক্রবার। সোমবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এ কথা জানানো হয়েছে। ওইদিন সকাল ন'টায় ফল প্রকাশিত হবে। আর ওয়েবসাইটে সকাল ১০টা থেকে ফল জানা যাবে।

Advertisement
মাধ্যমিকের ফল প্রকাশিত হবে ৩ জুন, শুক্রবার (প্রতীকী ছবি) মাধ্যমিকের ফল প্রকাশিত হবে ৩ জুন, শুক্রবার (প্রতীকী ছবি)
হাইলাইটস
  • মাধ্যমিকের ফল প্রকাশিত হবে ৩ জুন, শুক্রবার
  • সোমবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এ কথা জানানো হয়েছে
  • ওইদিন সকাল ন'টায় ফল প্রকাশিত হবে

How to Check Madhyamik Results 2022: মাধ্যমিকের ফল প্রকাশিত হবে ৩ জুন, শুক্রবার। সোমবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এ কথা জানানো হয়েছে। ওইদিন সকাল ন'টায় ফল প্রকাশিত হবে। আর ওয়েবসাইটে সকাল ১০টা থেকে ফল জানা যাবে। 

চিন্তা হল দূর
এর ফলে লক্ষ লক্ষ পড়ুয়ার চিন্তা যেন দূর হল বলা যায়। কারণ পরীক্ষা হয়ে গিয়েছে  বেশ কিছুদিন হল।এবং মাধ্যমিকের তাঁদের জীবনের প্রথম বড় পরীক্ষা। তার ফল প্রকাশ কবে হবে, তা নিয়ে উদ্বিগ্ন ছিল তারা। তবে এখন তাদের সেই প্রতীক্ষার অবসান হল বলা চলে। 

খুব সহজে বাড়ি থেকে বসে মাধ্যমিকের ফল জানা যাবে। ওয়েবসাইট, মোবাইল এবং মোবাইল অ্যাপের মাধ্যমে ফলাফল দেখে নেওয়া যাবে। মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইট ছাড়াও আরও বিভিন্ন ওয়েবসাইটে ফল দেখার সুযোগ রয়েছে। সকাল দশটা থেকে ফল দেখা যাবে ওয়েবসাইটে। এদিন মধ্যশিক্ষা পর্ষদ এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

আরও পড়ুন: দিলীপ কুমার প্রশ্ন তুলেছিলেন লতা মঙ্গেশকরের উচ্চারণ নিয়ে, বড়ই আকর্ষণীয় ঘটনা

আরও পড়ুন: ভ্য়ালেন্টাইন উইক-এ রোজ ডে-র গুরুত্ব কী, কেন কাপলরা এর অপেক্ষা করেন?

আরও পড়ুন: 'ছেলের মাথার দাম ৫ লাখ,' জয় বজরংবলি লেখা মাও-চিঠিতে টাকার দাবি

যে যে ওয়েবসাইটে ফল দেখা যাবে-

  • wbbse.wb.gov.in
  • wbresults.nic.in
  • indiatoday.in/education-today
  • exametc.com
  • abpananda.abplive.in
  • anandabazar.com
  • indiaresults.com
  • results.shiksha
  • schools9.com
  • jagronjosh.com
  • vidyavision.com
  • news18bangla.com
  • bangla.hindustantimes.com
  • fastresult.in

এসএমএসে রেজাল্ট
এসএমএসে ফল দেখার জন্য WB10  রোল নম্বর লিখে পাঠিয়ে দিতে হবে 5676750 নম্বরে। আগে থেকে নাম রেজিস্টার করা থাকলে ফল দেখা যাবে বিনা খরচে। সে জন্য exametc.com-এই ওয়েবসাইটে রোল নম্বর এবং মোবাইল নম্বর রেজিস্টার করে রাখতে হবে। 

Advertisement

অ্যাপেও দেখা যাবে রেজাল্ট
প্রার্থীরা অ্যাপেও নিজেদের রেজাল্ট দেখতে পারবে। সে জন্য Madhyamik Results 2022-এই অ্যাপটি  Google Playstore অথবা www.results.siksha ওয়েবসাইট থেকে তা ডাউনলড করে রাখতে হবে। 

এ বছর ১১ লাখেরও বেশি পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিল। যা করোনা অতিমারীর কারণে দুই বছরের ব্যবধানের পরে অনুষ্ঠিত হয়েছিল। মাধ্যমিক ৭ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত হয়েছিল।

কীভাবে ফল দেখবেন
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ৩জুন তারিখে সকাল ৯টায় WBBSE-এর অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ wbbse.wb.gov.in-এ ফলাফল ঘোষণা করবে।

প্রথম ধাপ: অফিসিয়াল ওয়েবসাইট দেখুন, সেটা হল- wbbse.wb.gov.in।

দ্বিতীয় ধাপ: হোমপেজে, 'পশ্চিমবঙ্গ মাধ্যমিক ফলাফল 2022'-এ ক্লিক করুন। (ফল ঘোষণা হওয়ার পর)

তৃতীয় ধাপ: একটি নতুন পেজ দেখা যাবে।

চতুর্থ ধাপ: যে ক্রেডেনশিয়াল চেয়েছে তা দিন এবং সাবমিট বিকল্পে ক্লিক করুন।

পঞ্চম ধাপ: রেজাল্ট স্ক্রিনে দেখানো হবে।

ষষ্ঠ ধাপ: এটা ডাউনলোড করুন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য এর একটি প্রিন্টআউট নিন।

 

Advertisement