scorecardresearch
 

SSC Recruitment 2022 : এসএসসি-তে কয়েক হাজার চাকরি, যোগ্যতা-আবেদন কীভাবে?

SSC Recruitment 2022: মাল্টি টাস্কিং (নন-টেকনিক্যাল) স্টাফ এবং হাবলদার (সিবিআইসি এবং সিবিএন) পদে নিয়োগ করা হবে। ২২ মার্চ থেকে আবেদন জানানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। হাবলদার (সিবিআইসি এবং সিবিএন) পদে নেওয়া হবে ৩,৬০৩ জনকে।

Advertisement
কেন্দ্রীয় সরকারি চাকরির দারুণ সুযোগ (প্রতীকী ছবি) কেন্দ্রীয় সরকারি চাকরির দারুণ সুযোগ (প্রতীকী ছবি)
হাইলাইটস
  • কেন্দ্রীয় সরকরি চাকরির দারুণ সুযোগ
  • স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসি বিভিন্ন পদে নিয়োগ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে
  • সে ব্য়াপারে নোটিশ প্রকাশিত হয়েছে

SSC Recruitment 2022: কেন্দ্রীয় সরকরি চাকরির দারুণ সুযোগ। স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসি বিভিন্ন পদে নিয়োগ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। সে ব্য়াপারে নোটিশ প্রকাশিত হয়েছে। নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

মাল্টি টাস্কিং (নন-টেকনিক্যাল) স্টাফ এবং হাবলদার (সিবিআইসি এবং সিবিএন) পদে নিয়োগ করা হবে। ২২ মার্চ থেকে আবেদন জানানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। মাল্টি টাস্কিং (নন-টেকনিক্যাল) স্টাফ-এর শূন্যপদের ব্যাপারে পরে জানানো হবে। হাবলদার (সিবিআইসি এবং সিবিএন) পদে নেওয়া হবে ৩,৬০৩ জনকে।

আরও পড়ুন: ওজন কমাতে-হার্ট ভাল রাখতে বাদাম সুপের জুড়ি নেই, বাড়িতেই বানান

আরও পড়ুন: কোনও নদী না পেরিয়ে আপনি ঠিক কতদূর হেঁটে যেতে পারেন?

এই পরীক্ষা বা পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে। সে জন্য সরকারি ওয়েবসাইটে যেতে হবে। সেটা হল ssc.nic.in। জুলাই মাসে পরীক্ষা হবে। সেটা হল কম্পিউটার বেসড এক্জামিনেশন (পেপার-১)। এখানে যাঁরা সফ হবেন, তাঁরা পরের ধাপের পরীক্ষায় বসতে পারবেন। 

আরও পড়ুন: সরকারি বাসে ২০ তাজা বোমা, একটু এদিক-ওদিক হলেই...

আরও পড়ুন: ইন্ডিয়ান অয়েলে চাকরির দারুণ সুযোগ, রইল আবেদনের বিস্তারিত তথ্য

শিক্ষার যোগ্যতা, বয়স
এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে কোনও স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি পাশ করা থাকতে হবে। ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে প্রার্থীরা এই পরীক্ষায় বসতে পারবেন। বিজ্ঞাপনে সে ব্য়াপারে বিস্তারিত বলা রয়েছে। প্রার্থীদের কাছে অনুরোধ করা হয়েছে, আবেদন করার আগে সরকারি নোটিফিকেশন ভাল করে পড়ে নেওয়ার।

গুরুত্বপূর্ণ তারিখ

  • অনলাইনে আবেদন শুরু - ২২ মার্চ থেকে
  • অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ দিন - ৩০ এপ্রিল (রাত ১১টা পর্যন্ত)
  • অনলাইনে পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ দিন - ২ মে (রাত ১১টা পর্যন্ত)
  • অফলাইনে চালান তৈরি করার শেষ তারিখ - ৩ মে (রাত ১১টা পর্যন্ত)
  • ফর্ম কারেকশনের সময় - ৫ মে থেকে ৯ মে
  • পরীক্ষার দিন, কম্পিউটার বেসড এক্জামিনেশন (পেপার-১) - চলতি বছরের জুলাই মাসে

সরকারি বিজ্ঞাপন দেখার জন্য এখানে ক্লিক করুন। 

Advertisement

 

Advertisement