scorecardresearch
 

WB Health Recruitment 2022: বিএসসি পাশেই রাজ্য স্বাস্থ্য় দফতরে নিয়োগ, সর্বোচ্চ বেতন ২৫ হাজার টাকা

WB Health Recruitment 2022: কমিউনিটি হেলথ অফিসার (Community Health Officer) পদে আবেদনকারীর বয়স ৪০ বছরের বেশি হওয়া চলবে না। প্রথমে হবে লিখিত পরীক্ষা। এরপর হবে ইন্টারভিউ। মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে।

Advertisement
কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ করবে রাজ্য (প্রতীকী ছবি) কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ করবে রাজ্য (প্রতীকী ছবি)
হাইলাইটস
  • রাজ্য স্বাস্থ্য় দফতরে একগুচ্ছ চাকরির সুযোগ
  • সেখানে কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ করা হবে
  • সে ব্য়াপারে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে

WB Health Recruitment 2022: রাজ্য স্বাস্থ্য় দফতর (WB Health Department)-এ একগুচ্ছ চাকরির সুযোগ। সেখানে কমিউনিটি হেলথ অফিসার (Community Health Officer) নিয়োগ করা হবে। সে ব্য়াপারে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনলাইনে আবেদন করতে হবে।

আরও পড়ুন: লবঙ্গ-হলুদ এবং... শীতকালে শরীর চাঙ্গা রাখতে কিছু সহজ আয়ুর্বেদিক উপায়

রাজ্য স্বাস্থ্য় দফতরের সরকারি ওয়েবসাইটে যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। সেটি হল www.wbhealth.gov.in। সেখানে গিয়ে "On Line Recruitment" ক্লিক করতে হবে। আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৩ ফেব্রুয়ারি থেকে। আবেদন জানানোর শেষ দিন ১৫ ফেব্রুয়ারি।

শূন্যপদ
বিজ্ঞাপনে বলা হয়েছে, সেখানে ৫০০-র বেশি পদে চাকরির সুযোগ রয়েছে। রাজ্যের যে কোনও সুস্বাস্থ্য কেন্দ্র (Suswasthya Kendra)-এ নিয়োগ করা হবে। রাজ্য স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতি (West Bengal State Health and Family Welfare Samity) এ ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 

বলা হয়েছে, অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণ করা হবে না। এখানে সাধারণ শ্রেণির প্রার্থীদের জন্য আবেদন করার জন্য খরচ ১০০ টাকা। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য সেই খরচ ৫০ টাকা। 

শিক্ষার যোগ্যতা, বয়স

  • রাজ্য নার্সিং কাউন্সিল (WB Nursing Council) স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে জিএনএম/বিএসসি/পোস্ট বেসিক জিএনএম নার্সিং পাশ করা থাকতে হবে
  • তাঁদের রাজ্য নার্সিং কাউন্সিল থেকে শংসাপত্র বা প্রভিশনাল সার্টিফিকেট থাকতে হবে

তাঁদের এ রাজ্যের বাসিন্দা হতে হবে এবং বাংলা লিখতে, বলতে এবং পড়তে পারার ক্ষমতা থাকতে হবে

আবেদনকারীর বয়স ৪০ বছরের বেশি হওয়া চলবে না। প্রথমে হবে লিখিত পরীক্ষা। এরপর হবে ইন্টারভিউ। মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে ৮৫ নম্বর লিখিত পরীক্ষার জন্য বরাদ্দ থাকবে। বাকি ১৫ নম্বর ইন্টারভিউ।

Advertisement

বেতন
এখানে বেতন হিসেবে মিলবে ২০ হাজার টাকা। তবে এর পাশাপাশি সর্বোচ্চ মাসিক ৫ হাজার টাকা করে ইন্সেনটিভ মিলতে পারে। 

গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদন করার শুরুর দিন - ৩ ফেব্রুয়ারি, ২০২২
  • আবেদনের শেষ দিন - ১৫ ফেব্রুয়ারি, ২০২২
  • অনলাইনে পরীক্ষার ফি মেটানো যাবে 

সরকারি বিজ্ঞপ্তি দেখার জন্য এখানে ক্লিক করুন

 

Advertisement