scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

ইয়াস মোকাবিলায় প্রস্তুত শিলিগুড়ি, প্রস্তুতি ডেঙ্গিতেও

ইয়াস প্রতিরোধ, ডেঙ্গি মোকাবিলা এবং বেসরকারি ল্যাব নিয়ে বৈঠকে পুর প্রশাসকমণ্ডলী
  • 1/16

ইয়াস প্রতিরোধ, ডেঙ্গি মোকাবিলা এবং বেসরকারি ল্যাবের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিষ্পত্তি ঘটাতে বৈঠকে বসে শিলিগুড়ি পুর প্রশাসকমণ্ডলী।প্রথমে পুরনিগমের সভাকক্ষে শিলিগুড়ির সমস্ত প্যাথলজিক্যাল ল্যাবরেটরি সংস্থার কর্তৃপক্ষের সাথে বৈঠক হয় । নাগরিকদের কিছু অভাব অভিযোগের ভিত্তিতে এই বৈঠক । কিছু কিছু তথ্য সেয়ারিং এবং টেকনিক্যাল ব্যাপারে কথা বলা হয়েছে ।

ইয়াস প্রতিরোধ, ডেঙ্গি মোকাবিলা এবং বেসরকারি ল্যাব নিয়ে বৈঠকে পুর প্রশাসকমণ্ডলী
  • 2/16

খুব শীঘ্রই জেলা শাসক, জেলা স্বাস্থ্য আধিকারিক সহ সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে আরেকটা এফেক্টিভ মিটিং করতে চাই এই কারনে যে কয়েকদিন ধরে আমরা যেসব বিষয় গুলো নিয়ে আলোচনা করেছি এবং অ্যাকশন পার্টে গিয়েছি তার পরে পরিস্থিতি টা কি দাঁড়ালো । সেটা নিয়ে একটা রিভিউ মিটিং করে একটা সিদ্ধান্তে আসতে হবে । বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর নিগমের প্রশাসক মন্ডলী এবং সংশ্লিষ্ট আধিকারিক বৃন্দ ।

ইয়াস প্রতিরোধ, ডেঙ্গি মোকাবিলা এবং বেসরকারি ল্যাব নিয়ে বৈঠকে পুর প্রশাসকমণ্ডলী
  • 3/16

পুর নিগমের সভাকক্ষে ডেঙ্গি নিয়ে বৈঠক হল । গভর্নমেন্ট প্রটোকল অনুযায়ী সমস্ত প্রোগ্রাম গুলো চলবে । এক সপ্তাহ পর থেকে কন্ট্রোল ও সার্ভে টিম কাজ শুরু করে দেবে । জল জমতে না দেওয়া, পরিস্কার পরিচ্ছন্ন রাখা । হাউস টু হাউস সার্ভে করা । যে টিম গুলো আমাদের আছে তাদের এক্টিভেট করে এই কোভিড পেরিওডেও করবো যাতে কোভিডের দিকে ধ্যান দিতে গিয়ে ডেঙ্গিটা নেগ্লেক্টেড না হয় সেটা দেখা হবে।

Advertisement
ইয়াস প্রতিরোধ, ডেঙ্গি মোকাবিলা এবং বেসরকারি ল্যাব নিয়ে বৈঠকে পুর প্রশাসকমণ্ডলী
  • 4/16

গতবছর সেভাবে প্রভাব পরেনি । এক বছর না হলে পরের বছর সাধারণত বেশি হয় । সুতরাং এ বছর যাতে সেটা না হয় এবং আমরা যাতে যথাযথ মোকাবিলা করতে পারি । তার জন্যই আজকের এই মিটিং। উপস্থিত ছিলেন পুর নিগমের প্রশাসক মন্ডলী, পুর কমিশনার এবং সমস্ত পুর আধিকারিক বৃন্দ ।

ইয়াস প্রতিরোধ, ডেঙ্গি মোকাবিলা এবং বেসরকারি ল্যাব নিয়ে বৈঠকে পুর প্রশাসকমণ্ডলী
  • 5/16

শিলিগুড়ি পুর নিগমের সভাকক্ষে বিপর্যয় মোকাবিলা নিয়ে অনুষ্ঠিত হলো আগাম প্রস্তুতি বৈঠক । যে ঘূর্ণিঝড় বাংলার বুকে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে সেই বিষয় নিয়ে রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া প্রচুর প্রস্তুতি নিয়েছেন । সরকারি প্রচুর নির্দেশও আমাদের বিভিন্ন সরকারি দপ্তরে এসেছে ।

ইয়াস প্রতিরোধ, ডেঙ্গি মোকাবিলা এবং বেসরকারি ল্যাব নিয়ে বৈঠকে পুর প্রশাসকমণ্ডলী
  • 6/16

তাই আজকে বিভিন্ন সরকারি দপ্তর, পুরনিগম, ডিজাস্টার ম্যানেজমেন্ট, ফায়ার সার্ভিস, ডব্লিউ বি এসি ডি সি এল, পি ডব্লিউ ডি, পি এইচ ই এবং ইরিগেশন এবং আরো অন্যান্য দপ্তর গুলোর সাথে মিটিং করলাম । আগামী কাল আরও ৩/৪ টি দপ্তরের সাথে আরেক রাউন্ড মিটিং হবে ।

ইয়াস প্রতিরোধ, ডেঙ্গি মোকাবিলা এবং বেসরকারি ল্যাব নিয়ে বৈঠকে পুর প্রশাসকমণ্ডলী
  • 7/16

এখানে মূলত যেটা কন্ট্রোল রুম হচ্ছে । যেটা আছে, সেটা ছাড়া আরেকটা সেপারেট কন্ট্রোল রুম আমরা করছি । রাউন্ড দি ক্লক এই কন্ট্রোল রুম থাকবে । পুলিশের কন্ট্রোল রুম আছে এবং অন্যান্য দপ্তরের যারা ভারপ্রাপ্ত আধিকারিক আছে তাদের সাথে আমাদের ক্লোজ মনিটরিং থাকবে ।

Advertisement
ইয়াস প্রতিরোধ, ডেঙ্গি মোকাবিলা এবং বেসরকারি ল্যাব নিয়ে বৈঠকে পুর প্রশাসকমণ্ডলী
  • 8/16

আমরা আপাৎকালীন ভিত্তিতে পি এইচ ই-র জল যদি ডিসকানেক্টেড হয় তার জন্য আমাদের যেকটা এভেলেবেল ট্যাঙ্ক আছে ১২ টা, আরো ২ টি পি এইচ ই-র থেকে নিচ্ছি । এই ১৪ টি ট্যাঙ্ক আমরা ২৫ তারিখেই পানীয় জল ভরে রেডি করে রাখবো ।

ইয়াস প্রতিরোধ, ডেঙ্গি মোকাবিলা এবং বেসরকারি ল্যাব নিয়ে বৈঠকে পুর প্রশাসকমণ্ডলী
  • 9/16

এক লক্ষ জলের পাউচ আমরা পি এইচ ই-র থেকে নিচ্ছি । প্রয়োজনের ভিত্তিতে আমরা এটা বিতরণ করবো । এ সি ডি সি এল কে বলা হয়েছে যে ঝড়ে যদি ইলেকট্রিক পোল-তার ইত্যাদি বিচ্ছিন্ন হয়, ঝড় কমে গেলেই সেটা দ্রুত মেরামত করতে প্রস্তুত থাকবে ।

ইয়াস প্রতিরোধ, ডেঙ্গি মোকাবিলা এবং বেসরকারি ল্যাব নিয়ে বৈঠকে পুর প্রশাসকমণ্ডলী
  • 10/16

ঝড়ে গাছপালা পড়ে গিয়ে রাস্তা ঘাট বন্ধ হলে ইলেকট্রিক সয়িং মেশিন আছে আমাদের কাছে এবং অন্যান্য ডিপার্টমেন্টেরও যে সয়িং মেশিন আছে সেগুলোও আমরা ইউজ করবো ।

ইয়াস প্রতিরোধ, ডেঙ্গি মোকাবিলা এবং বেসরকারি ল্যাব নিয়ে বৈঠকে পুর প্রশাসকমণ্ডলী
  • 11/16

দুটো পাম্প মেশিন আমাদের আছে আরও দুটো জরুরি ভিত্তিতে আমরা কিনছি । যাতে জমা জল দ্রুত বের কে দেওয়া যায় । আমরা স্যান্ড ব্যাগ, গানি ব্যাগ আমরা রেডি রাখছি, কিছু ইরিগেশনও দেবে ।

Advertisement
ইয়াস প্রতিরোধ, ডেঙ্গি মোকাবিলা এবং বেসরকারি ল্যাব নিয়ে বৈঠকে পুর প্রশাসকমণ্ডলী
  • 12/16

কোন জায়গায় দরকার হলে আমরা কাজে লাগাবো । রিলিফ মেটেরিয়াল আমরা রেডি রাখছি । ত্রিপাল, ড্রাই ফুড, দুধ সহ অন্যান্য জিনিসগুলো যেগুলো সাধারণত ত্রাণের জন্য লাগে ।

ইয়াস প্রতিরোধ, ডেঙ্গি মোকাবিলা এবং বেসরকারি ল্যাব নিয়ে বৈঠকে পুর প্রশাসকমণ্ডলী
  • 13/16

যদি সেরকম পরিস্থিতি হয় আমরা যাতে মানুষ কে সহায়তা দিতে পারি সে জন্য এই রিলিফ মেটেরিয়াল গুলো রেডি রাখছি ।

ইয়াস প্রতিরোধ, ডেঙ্গি মোকাবিলা এবং বেসরকারি ল্যাব নিয়ে বৈঠকে পুর প্রশাসকমণ্ডলী
  • 14/16

কিছুটা আমরা গভর্মেন্ট থেকে নেবো কিছুটা আমাদের ওন সোর্স থেকে কিনে সেগুলোকে আমরা মজুত রাখার চেষ্টা করবো ।

ইয়াস প্রতিরোধ, ডেঙ্গি মোকাবিলা এবং বেসরকারি ল্যাব নিয়ে বৈঠকে পুর প্রশাসকমণ্ডলী
  • 15/16

আমরা প্রার্থনা করবো যে আমাদের এখান দিয়ে খুব বেশি প্রকোপ আসবে না । যদি এসেই যায় তাহলে সেটাকে মোকাবিলা করতে প্রস্তুত আছি ।

Advertisement
ইয়াস প্রতিরোধ, ডেঙ্গি মোকাবিলা এবং বেসরকারি ল্যাব নিয়ে বৈঠকে পুর প্রশাসকমণ্ডলী
  • 16/16

সবমিলিয়ে আমরা একটা প্রস্তুতি মিটিং আজকে করলাম আমরা । সেইভাবে আমরা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছি ।

Advertisement