scorecardresearch
 

North Bengal Weather Update: উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস আজ রাত থেকেই

North Bengal Weather Update: উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস আজ রাত থেকেই। পাহাড়ে বিশেষ সতর্কতা

Advertisement
বৃষ্টি হবে বৃষ্টি হবে
হাইলাইটস
  • আকাশ থাকবে মেঘলা
  • তাপমাত্রা আপাতত বাড়ছে না
  • উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস আজ রাত থেকেই

গোটা রাজ্যেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাদ থাকছে না উত্তরবঙ্গও। রবিবার রাতেও একাধিক জায়গায় বৃষ্টি হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সোমবারও সন্ধ্যার পর থেকে এবং রাতে একাধিক জেলায় ঝড়-বৃষ্টি হবে। উত্তরবঙ্গের প্রায় সব কটি জেলাতেই ভারী থেকে অতিভারী বষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। কোথাও কোথাও বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যেখানে বৃষ্টি থাকবে না, অস্বস্তিকর আবহাওয়া থাকবে বাতাসে আর্দ্রতার জন্য।

আজ রাতেই ঝড়-বৃষ্টি

কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সিকিমের হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে উত্তরবঙ্গ ও সিকিমে মেঘলা আকাশ থাকবে, সোমবার থেকে আগামী কয়েকদিন।দিনের বেলা তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকবে। তবে বৃষ্টি হলেও তাপমাত্রা ২-৩ ডিগ্রি নেমে যাবে।

রবিবারও গোটা রাজ্যের সঙ্গে ঝড়-বৃষ্টি না হলেও জেলাগুলিতে ঝড়-বৃষ্টি হয়েছে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে বৃষ্টি হয়েছে অনেকটাই। এদিনও সকাল থেকে বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টি হয়েছে। বেলা বাড়তেই আকাশে মেঘ জমেছে বিভিন্ন জায়গায়।

কোন কোন জেলায় বৃষ্টি?

কোথাও কোথাও আবার ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙের পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের একাধিক এলাকায়।

দুই দিনাজপুর ও মালদা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের একাধিক জায়গায় ঝড়-বৃষ্টি চলছে। এই আবহাওয়া সামান্য পরিবর্তন হলেও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও বেশ কিছু এলাকায় একই ধরণে গড় আবহাওয়া থাকবে।
 


 

Advertisement