উত্তরবঙ্গে ফের শুরু ভারী বৃষ্টি। শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং সহ বিভিন্ন শহরে ভারী বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিপাত কয়েকদিন ধরে চলবে বলে জানানো হয়েছে। পাহাড় থেকে সমতল ভাসতে পারে ফের। একদিকে পাহাড়ে ধসের সতর্কতা জারি করা হয়েছে, অন্য়দিকে নীচু জেলাগুলিতে জারি করা হয়েছে বন্যা সতর্কতা। সব মিলিয়ে সন্ত্রস্ত উত্তরবঙ্গ।
ভারী বৃষ্টির পূর্বাভাস চার জেলায়
কয়েক সপ্তাহ ধরে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত চলছে। মাঝে সাময়িক বিরতি নিলেও ফের ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। আগামী চার-পাঁচ দিনে বাড়তে আরও পারে বৃষ্টিপাতের পরিমাণ। আজ শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
শনিবার অতিভারী বৃষ্টি হতে পারে
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ২৫ জুন শনিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কোথায় কোথায় হালকা বৃষ্টি?
বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি পতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৬ জুন রবিবার সকালের মধ্যে সেই অর্থে আবহাওয়ার সে রকম কোনও পরিবর্তন হবে না। তবে রবিবার থেকে আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টি হতে পারে। আর দার্জিলিং, জলপাইগুড়ি. কালিম্পং এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তাপমাত্রা আরামদায়ক থাকবে
আপাতত জেলাগুলিতে দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। বঙ্গোপসাগর থেকে দক্ষিণ-পশ্চিম বায়ু উত্তর-পূর্ব ভারত এবং সংলগ্ন এলাকার দিকে যাচ্ছে, যার জেরে উত্তর-পূর্ব ভারত, সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।