scorecardresearch
 

Bison Killed Man In Coachbehar: কোচবিহারে বাইসনের তাণ্ডব, মৃত ১ জখম একাধিক

Bison Killed Man In Coachbehar: বাইসনের আক্রমণে বৃদ্ধার মৃত্যুর পাশাপাশি আরও দু'জন গুরুতর জখম হয়েছেন। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে কোচবিহারের। মৃতা বৃদ্ধার নাম রমণী সরকার বলে জানা গিয়েছে। জখমদের চিকিৎসার জন্য বর্তমানে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement
কোচবিহারে বাইসনের তাণ্ডব, মৃত ১ জখম একাধিক কোচবিহারে বাইসনের তাণ্ডব, মৃত ১ জখম একাধিক
হাইলাইটস
  • কোচবিহারে লোকালয়ে বাইসনের তাণ্ডব
  • মৃত ১; আহত একাধিক
  • ঘুম পাড়ানি গুলি চালিয়ে কাবু করা হয়েছে দুটি বাইসনকে

Bison Killed Man In Coachbehar: কোচবিহারে বাইসনের তাণ্ডব। দিনভর ভারতীয় গাউরের দাপটে আতঙ্কে ভুগল কোচবিহারের নিশিগঞ্জ এলাকা। একটি বা দুটি নয়, প্রায় চারটি বাইসনকে ঘুরে বেড়াতে দেখা যায় এলাকা জুড়ে। যার জেরে গোটা এলাকায় অচলাবস্থা তৈরি হয়। শেষ বেলায় বাইসনের হামলায় এক বৃদ্ধার মৃ্ত্যু হয়। যার পর একদিকে শোকের ছায়া নেমে আসে। পাশাপাশি আতঙ্ক আরও গেড়ে বসে।

বাইসনের আক্রমণে বৃদ্ধার মৃত্যুর পাশাপাশি আরও দু'জন গুরুতর জখম হয়েছেন। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে কোচবিহারের। মৃতা বৃদ্ধার নাম রমণী সরকার বলে জানা গিয়েছে। জখমদের চিকিৎসার জন্য বর্তমানে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

এদিন সকাল থেকেই লোকালয়ে ঢুকে পড়ে দু'জোড়া বাইসন। কোচবিহারের পূর্ব চকিয়ারছড়া গ্রামে দুটি বাইসন ঢুকে পড়ে। পরে কাছেই কোদালখেতি এলাকাতেও দুটি বাইসন দেখা যায়। বন দফতরকে খবর দেওয়া হলে কর্মীরা পৌঁছন। পরিস্থিতি সামাল দিতে পৌঁছন পুলিশকর্মীরাও। দুপুরের দিকে একটি বাইসন দলছুট হয়ে পড়ে। এরপর সেটি দিশাহারা হয়ে একের পর এক গ্রামে হানা দেয়। খোকোবাড়ি গ্রামে ঢুকে পড়া বাইসনের হামলায় গুরুতর জখম হন তিন গ্রামবাসী। তিনজনকে প্রথমে নিশিগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁদের কোচবিহার এমজেএন মেডিকেল কলেজে রেফার করা হয়। সেখানে ওই বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেনে চিকিৎসক। বৃষ্টিতে বাইসনগুলিকে কাবু করতে বেগ পেতে হয় বনকর্মীদের। শেষমেষ বিকেলের দিকে ঘুমপাড়ানি গুলি ছুড়ে দুটি বাইসনকে কাবু করতে সক্ষম হন বনকর্মীরা। 

আরও পড়ুন

এর আগে ঘোকসাডাঙা এলাকায় দুটি বাইসন কিছুদিন আগে তাণ্ডব চালায়। তাতেও একজনের মৃত্যু হয়েছিল। বেশ কয়েকজনকে গুঁতিয়ে জখমও করেছে।  ঘুমপাড়ানি গুলি চালিয়ে দুটি বাইসনকেই বশে আনতে হয় বনদফতরেকে। 

 

Advertisement