Bengal Weather Monsoon Update: রাজ্যে বৃষ্টির সম্ভাবনা বেশ কম। কলকাতায় অস্বস্তিকর আবহাওয়া থাকবে। আলিপুর আবহাওয়া দফতর এমনই পূর্বাভাস দিয়েছে। বৃষ্টির জন্য় দিন কয়েক অপেক্ষা করতে হবে। এখন বৃষ্টি হলেও তা টানা হবে না। সামান্য হতে পারে। বৃহস্পতিবারের পর থেকে পরিস্থিতির বদল হতে পারে।
তারা জানাচ্ছে, এই মুহূর্তে একটা নিম্নচাপ রয়েছে। যার অবস্থান উত্তর ওড়িশা এবং সংগগ্ন ঝাড়খণ্ড। অন্যদিকে, অক্ষরেখা চলে গিয়েছে জয়সলমের, সিদ্ধি, ঝাড়সিগুড়া। তারপর পূর্ব-মধ্য বঙ্গোপসাগর। এই দুটো রাজ্যের দক্ষিণ, দক্ষিণ-পশ্চিম অংশে পড়ছে।
বৃষ্টির পরিস্থিতি আমাদের রাজ্যে কেমন? উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে পরিস্থিতি দুর্বল থাকবে। স্বাভাবিকের থেকে নীচে বা কম।
তবে পরিস্থিতির বদল হবে ৭ জুলাইয়ের পর থেকে। তখন বৃষ্টির পরিমাণ বাড়বে। এলাকায়ও বাড়বে। ৭, ৮, ৯, ১০ জুলাই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বাড়বে।
দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। যেখানে হবে অল্প-স্বল্প হবে। এবং তা হবে অল্প সময়ের জন্য।
তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি সেলসিয়াস ওপরে চলবে।
আরও পড়ুন: টাকা দেবে Google Maps, জানুন কী করে পকেট ভরবেন!
আরও পড়ুন: জুমের মতো লিঙ্কের মাধ্যমে WhatsApp কল! আসছে নয়া ফিচার?
আরও পড়ুন: 'আক্রান্ত' TMC, মেদিনীপুরে পুড়ল গাড়ি, টিটাগড়ে পার্টি অফিসে বোমা
কলকাতায় অস্বস্তিকর আবহাওয়া থাকবে। তাপমাত্রা ৩৪-৩৫ ডিগ্রি সেলসিয়াসেয় মাঝে চলছে। বিশেষ করে দিনের বেলা, সাকেল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
এ রাজ্যে বর্ষা ঢুকে গেছে। দেখা যাচ্ছে, উত্তরবঙ্গে আগেভাগেই ঢুকেছে বর্ষা ঢুকেছে। তার জেরে সেখানে দফায় দফায় টানা বৃষ্টি হয়েছে।
তবে দক্ষিণবঙ্গে অবস্থা তেমন ছিল না। সেখানে বর্ষা ঢুকেছে আরও একটু পর। খানিকটা সময় নিয়েছে। উত্তরবঙ্গে বর্ষা ঢোকার বেশ কয়েকদিন পর বর্ষা দক্ষিণবঙ্গে এসেছে। সেখানকার মানুষ বর্ষার জন্য অপেক্ষা করেছেন।