scorecardresearch
 

Bengal DGP Manoj Malviya Visits Jungle Mahals : মাওবাদী হামলার আশঙ্কা, নিরাপত্তা খতিয়ে দেখতে জঙ্গলমহলে DG

Bengal DGP Manoj Malviya Visits Jungle Mahals: মাওবাদী পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় জঙ্গলমহলে সফরে গেলেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। রবিবার তিনি বাঁকুড়া এবং পুরুলিয়ায় যান। সেখানকার পুলিশকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

Advertisement
জঙ্গলমহল সফরে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য জঙ্গলমহল সফরে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য
হাইলাইটস
  • মাওবাদী পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় জঙ্গলমহলে সফরে গেলেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য
  • রবিবার তিনি বাঁকুড়া এবং পুরুলিয়ায় যান
  • সেখানকার পুলিশকর্তাদের সঙ্গে বৈঠক করেন

Bengal DGP Manoj Malviya Visits Jungle Mahals: মাওবাদী পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় জঙ্গলমহলে সফরে গেলেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। রবিবার তিনি বাঁকুড়া এবং পুরুলিয়ায় যান। সেখানকার পুলিশকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

মাও-হানার আশঙ্কা
কেন্দ্রীয় সংস্থার মাওবাদী হানা নিয়ে আগাম সতর্কতা জারির পর জঙ্গলমহলে জুড়ে রাজ্য পুলিশের ডিজির মনোজ মালব্যের ঝটিকা সফর যথেষ্ট তাৎপর্যপুর্ণ। যদিও এই সফর সম্পর্কে মুখে কুলুপ এঁটেছেন রাজ্য পুলিশের কর্তারা। শনিবার পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম পুলিশ জেলায় বৈঠকের পর এদিন সড়ক পথে বাঁকুড়া পৌঁছন ডিজি মনোজ মালব্য। 

পুলিশ জানাচ্ছে
এদিন বাঁকুড়ার পুলিশ সুপার ধৃতিমান সরকার জানান, ডিজি জেলা পরিদর্শনে এসেছিলেন। জেলা পুলিশের অফিসারদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। মাওবাদীদের বর্তমান পরিস্থিতির কথা তাঁকে জানানো হয়েছে। তিনি পরামর্শ দিয়েছেন।

এদিন দুপুরে বাঁকুড়া পুলিশ সুপারের দপ্তরে এসে পৌঁছন তিনি। এবং এখান থেকে বিষ্ণুপুর থানার নবনির্মিত ভবনের ভার্চুয়াল উদ্বোধন করেন ডিজি মনোজ মালব্য। ডিজির সঙ্গে এদিন উপস্থিত ছিলেন আইজি (পশ্চিমাঞ্চল) সঞ্জয় সিংহ, ডিআইজি (বাঁকুড়া) সুনীল চৌধুরী প্রমুখ। 

আরও পড়ুন: আইসিএসআই-তে সিভিল ইঞ্জিনিয়রের চাকরি, বেতন ৪০ হাজার টাকা পর্যন্ত

আরও পড়ুন: আধার কার্ড এবার হাসপাতালেই মিলতে চলেছে, উদ্যোগী UIDAI

আরও পড়ুন: দু'দিকে মুখ করে থাকা দু'টো উট একসঙ্গে খেতে পারবে?

থানা উদ্বোধন 
বাঁকুড়া পুলিশ লাইনের কনফারেন্স হল থেকে বিষ্ণুপুর থানার নবনির্মিত ভবনের ভার্চুয়াল উদ্বোধন পর্বের পর তিনি বাঁকুড়ার পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ অন্যান্য জেলার পুলিশ আধিকারিক, এবং জেলার ওসি ও আইসিদের নিয়ে বৈঠকে যোগ দেন। 

সূত্রের খবর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের মতো বাঁকুড়াতেও মুলত মাওবাদী প্রভাবিত পাঁচ জেলার সাম্প্রতিক পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থা ও মাওবাদীদের গতিবিধি সংক্রান্ত আলোচনা চলে বৈঠকে। এবং কেন্দ্রীয় সংস্থার সতর্কতার পর জেলায় কীভাবে জঙ্গলমহলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা যায়, তার রূপরেখা তৈরি করেন বলে জানা গিয়েছে। 

Advertisement

বাঁকুড়ার বৈঠক শেষে  তিনি পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা হন। বৈঠক থেকে বেরিয়ে জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন জেলার সার্বিক পরিস্থিতি এদিন জেলা পুলিশের পক্ষ থেকে ব্রিফ করা হয়েছে৷ জেলার সমস্ত পুলিশ আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে যদিও মাওবাদী সংক্রান্ত কী আলোচনা হয়েছে, তা খোলসা করেননি বাঁকুড়ার পুলিশ সুপার।

পুরুলিয়া গেলেন
পুরুলিয়ায় যান রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য-সহ রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এদিন বিকেল ৫টা ১০টা নাগাদ পুরুলিয়া শহরের বেলগুমা পুলিশ লাইনে এসে পৌঁছন তিনি। ইতিমধ্যেই জঙ্গলমহলের জেলাগুলিতে মাওবাদী সন্ত্রাসের আশঙ্কায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে রাজ্য পুলিশের পক্ষ থেকে।

জেলায় জেলায় চালানো হচ্ছে নাকা চেকিং। তৎপর হয়ে উঠেছে পুলিশ। আর তাই জেলায় জেলায় নিরাপত্তা বিষয়ে পুঙ্খানুপুঙ্খ খোঁজখবর নিতে মেদিনীপুর, বাঁকুড়া ঝাড়গ্রামে বৈঠকের পর পুরুলিয়ায় পৌঁছলেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। এদিন বিকেলে বেলগুমা পুলিশ লাইনে পুলিশসুপার এস সেলভা মুরুগান সহ জেলা পুলিশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক সহ বিভিন্ন থানার আইসি ও ওসিদের নিয়ে বিশেষ বৈঠকে উপস্থিত হন তিনি।

 

Advertisement