scorecardresearch
 
Advertisement
বিশ্ব

ভয়াবহ বন্যা! জলের তলায় জার্মানি, মৃত দেড়শো পার, নিখোঁজ বহু

জলমগ্ন জার্মানি
  • 1/12

বন্যায় কাঁপছে জার্মানি। জলের তলায় জার্মানির একাধিক শহর। এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে দেড়শোর উপর নাগরিক মারা গিয়েছেন।

জলমগ্ন জার্মানি
  • 2/12

নিখোঁজ আরও বহু। গাড়ি-ঘোড়া-বাড়ি সব জলের তলায়। স্তব্ধ উন্নত বিশ্বের অন্যতম এই দেশটি। রবিবার ভারী বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

জলমগ্ন জার্মানি
  • 3/12

সংবাদ সংস্থা রয়টার্সের কাছ থেকে পাওয়া খবর অনুযায়ী দক্ষিণ জার্মানিতে রবিবার আচমকা আসা বন্যায় বিপর্যস্ত একাধিক এলাকা।

Advertisement
জলমগ্ন জার্মানি
  • 4/12

অস্ট্রিয়া সীমান্ত লাগোয়া গার্ডেনার ল্যান্ড এলাকায় বৃষ্টিপাত হয়েছে। রবিবার একজনের মৃত্যুর ঘটনার পরই গত ছয় দশকের সবচেয়ে ভয়াবহ বন্যা বলে ঘোষণা করা হয়েছে জার্মানি সরকারের তরফে।

জলমগ্ন জার্মানি
  • 5/12

মোট ১৫৬ জনের মৃত্যু হয়েছে বলে সরকারের তরফে বিবৃতিতে জানানো হয়েছে। গোটা ইউরোপে বৃষ্টিপাতে মারা গিয়েছে ১৮৪ জন।

জলমগ্ন জার্মানি
  • 6/12

জার্মানির দক্ষিণ দিকে অবস্থিত সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে আরউইলার এলাকাতে। সেখানে ১১০ জনের মৃত্যু হয়েছে।

জলমগ্ন জার্মানি
  • 7/12

পুলিশ জানিয়েছে জল নামতে শুরু করলে আরও বহু মানুষের মৃতদেহ ভেসে উঠবে বলে তারা আশঙ্কা করছেন।

Advertisement
জলমগ্ন জার্মানি
  • 8/12

অতি সম্প্রতি আসা বন্যায় জার্মানি ইংল্যান্ড পেনেট্রেট এবং নর্থ rhine-westphalia-র মত রাজ্য তছনছ হয়ে গিয়েছে।

জলমগ্ন জার্মানি
  • 9/12

দুটি রাজ্য বাকি দেশের সঙ্গে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। রাইনল্যান্ড এবং নর্থ rhine-westphalia রাজ্যটি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে।

জলমগ্ন জার্মানি
  • 10/12

সমস্ত রকম বেতার সংযোগ তছনছ হয়ে গিয়েছে। এই কারণে উদ্ধার কাজে বাধা সৃষ্টি হচ্ছে। এই এলাকায় কমপক্ষে ৪৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

জলমগ্ন জার্মানি
  • 11/12

জার্মানির অর্থমন্ত্রী  অ্যালোপ ক্লোজ জানিয়েছেন, জার্মানি সরকার তৎকাল ত্রাণের জন্য ৩০০ মিলিয়ন ইউরো বরাদ্দ করেছে।

Advertisement
জলমগ্ন জার্মানি
  • 12/12

পাশাপাশি ধ্বংস হয়ে যাওয়া ঘর, রাস্তা এবং সেতু ঠিক করার জন্য আলাদা করে অর্থ বরাদ্দ করা হবে। বিজ্ঞানীরা বহুদিন আগেই আশঙ্কা প্রকাশ করেছিল যে জলবায়ু পরিবর্তন তৈরি হচ্ছে। তবে ওই বৃষ্টি কবে হবে এটা ঠিক পূর্বানুমান সম্ভব হয়নি।

Advertisement