scorecardresearch
 

Millionaire's Tips: ২৪ বছর বয়সেই ১৬৫ কোটি টাকার মালিক, সবার জন্য সাফল্যের মন্ত্র দিলেন যুবক

Millionaire's Tips: ২৪ বছর বয়সেই ১৬৫ কোটি টাকার মালিক, সবার জন্য সাফল্যের মন্ত্র দিলেন যুবক। জানালেন দুটি কারণে মানুষ গরিব থেকে যান। সেখান থেকে কীভাবে ঘুরে দাঁড়ানো যায়, তার ইঙ্গিত ও টিপসও দিয়েছেন তিনি। আসুন দেখি কী বলছেন তিনি...

Advertisement
২৪ বছর বয়সেই ১৬৫ কোটি টাকার মালিক, সবার জন্য সাফল্যের মন্ত্র দিলেন যুবক ২৪ বছর বয়সেই ১৬৫ কোটি টাকার মালিক, সবার জন্য সাফল্যের মন্ত্র দিলেন যুবক
হাইলাইটস
  • ২টি জিনিস মানুষকে দরিদ্র করে রাখে
  • সাফল্যের মন্ত্র দিলেন ২৪ বছরের যুবক কোটিপতি
  • বর্তমানে ১৬৫ কোটি টাকার মালিক ওই যুবক

Millionaire's Tips: নিজের ক্ষমতায় কোটিপতি হওয়া এক যুবক অন্যদের কোটিপতি হওয়ার টিপস জানিয়েছেন। পাশাপাশি দুটি কারণও জানিয়েছেন তিনি, যে কারণে আমরা গরিব থাকি এবং তিনি সেই পর্যায় পার করে বিলিয়নিয়ার হয়ে যেতে পেরেছেন।

আরও পড়ুনঃ দীপাবলিতে বিনিয়োগ করুন ১০ শেয়ারে, পাবেন ভাল রিটার্ন

২৪ বছর বয়সী জোস কিং স্পেনের মাদ্রিদের বাসিন্দা। স্কুলের লুজার বলে পরিচিত ছিলেন। অন্যরা তাকে বলত যে, পড়াশোনা না করলে বাড়িঘর কিছুই থাকবে না। কিন্তু এখন জোস এর কাছে প্রায় ১৬৫ কোটি টাকা সম্পত্তি রয়েছে। জেড সেট নামে পপুলার জোস নামের এই যুবক অন্ত্রপ্রনর হিসেবে এই বয়সেই এই পরিমাণ সম্পত্তি অর্জন করেছেন। এর মধ্যে তিনিও প্রচুর সম্পত্তি খুইয়েছেন। আবার সেই সম্পত্তি পুনরায় আয় করেছেন। এই বয়সে নিজের ক্যারিয়ারের শুরু করতেই আমরা হিমশিম খাই, সেখানে তিনি যেভাবে নিজেকে যে উচ্চতায় নিয়ে গিয়েছেন তা তারিফযোগ্য ও অনুসরণীয়

ইউনিভার্সিটি অফ ক্যালিফর্নিয়ায় ওয়ান টায়ার পর্যন্ত পড়াশোনা করার পর ড্রপ আউট হয়ে যান জোস। ২০ বছর বয়সেই তিনি কোটিপতি হয়ে গিয়েছিলেন। ২০১৬ সালে তিনি সেই জায়গা অর্জন করেছিলেন ই-কমার্সে ইনভেস্টমেন্ট এর মাধ্যমে।

The sun এর সঙ্গে কথাবার্তা বলার সময় জোস অন্যদের দরিদ্র থেকে যাওয়ার কারণ হিসেবে দুটি কারণ তুলে ধরেছেন। তিনি বলেন যে আসলে যদি আপনি নিজের ইচ্ছেমতো স্বপ্ন দেখেন এবং সেই অনুযায়ী জীবন যাপন করতে চান, তাহলে এখনই আপনাকে নিজেকে নিজের অবস্থার জন্য দায়ী করতে হবে। তিনি বলেন যে, প্রথম কাজ হল আলস্য দূর করা এবং নিজের প্রতি করুণা করা চলবে না। আর এভাবে নিজের মানসিকতা আপনি বদলে ফেলুন। না পারলে চিরদিন দরিদ্র বা সাধারণ থাকতে হবে। এটি আপনি যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত ভাল। আপনার ভাগ্যের জন্য অন্যকে দোষারোপ করা অত্যন্ত সহজ। নিজে দায়িত্ব নেওয়া এবং এগিয়ে যাওয়া সাফল্যের মূল পুঁজি।

Advertisement

আরও পড়ুনঃ দীপাবলিতে এভাবে লক্ষ্মীপুজো করলে আসে বৈভব-ধন-সম্পত্তি, জানুন নিয়ম

যদিও জোস এর জন্য সবকিছু এত সহজে ছিল না। ২৯০১৯ সালে ৪৫ দিনে তিনি সম্পত্তি, ঘর এবং গাড়ি সমস্ত কিছু হারিয়ে ফেলেন। তিনি বলেন যে ক্ষতির কারণে তাঁর খুব মন খারাপ ছিল। কিন্তু যখন থেকে তিনি ধর্মের রাস্তাতে চলা শুরু করেন তখন তিনি সবাইকে মাফ করে দিয়ে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেন। জোস জানান যে তাঁর বিজনেস ক্যারিয়ারে ফিরে আসার জন্য তাঁর ধার্মিক জাগরণ অত্যন্ত সহায়তা করেছে। এনএফটি ম্যাগাজিন ওয়েবসাইট সেট-আপ করার পর তিনি ফের প্রচুর সম্পত্তি তৈরি করে ফেলেন। এখন জোস ইনস্টাগ্রামে নিজের ল্যাবিশ জীবনের ঝলক এবং ছবি শেয়ার করেন। তাঁর ইনস্টাগ্রামে চার লক্ষের বেশি ফলোয়ার রয়েছে।

 

Advertisement