তৈরি হবে নয়া গাইডলাইন! অতীত ভুলে একজোট হয়ে সুরাহার পথে টেলিপাড়া
সব চাপানউতোর ভুলে এবার কাজের স্বার্থে সকলে মিলে টেলিভিশন ইন্ডাস্ট্রির গাইডলাইন তৈরির পদক্ষেপ করা হয়েছে। কথা মতোই বৃহস্পতিবার মন্ত্রী অরূপ বিশ্বাস, রাজ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়দের প্রতিনিধিত্বে ফেডারেশন, আর্টিস্ট ফোরাম এবং প্রোডিউসার্স গিল্ডের মিলিত বৈঠক হয়। সবিস্তারে পড়ুন...
একঝাঁক তরুণ মুখ নিয়ে সৃজিতের রোম্যান্টিক ছবি 'X=Prem'!
দর্শকদের বিশেষ উপহার দিতে চলেছেন চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। রোম্যান্টিক এই ছবির নাম 'এক্স = প্রেম' (X=Prem)। একঝাঁক নতুন ও তরুণ মুখ নিয়ে এসভিএফ-র ব্যানারে আসছে এই ছবি। সবিস্তারে পড়ুন...
"স্তনের আকার বৃদ্ধির জন্য সার্জারি করিনি!" কেন বললেন সালমা হায়েক?
হলিউড অভিনেত্রী প্রকাশ করেন যে সম্প্রতি তাঁর সালমা হায়েকের মেনোপজ চলছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, যখন তিনি আন্দাজ করেন এই মেনপজের বিষয়টি, প্রথমবার চিকিৎসকের পরামর্শ নেন। তিনি বলেন, চিকিৎসকের প্রশ্ন শুনে রীতিমতো ঘাবড়ে গিয়েছিলেন তিনি। সবিস্তারে পড়ুন...
পুনরায় শ্যুটিং শুরুর পর কীভাবে চলছে 'মিঠাই' সহ অন্য ধারাবাহিকগুলির কাজ?
লকডাউনের জেরে দীর্ঘদিন চলেছে 'শ্যুট ফ্রম হোম'। সেই সঙ্গে ছিল আর্টিস্ট ফোরাম, ফেডারেশনের তরজা। শ্যুটিংয়ে অনুমতি মিললেও পুরদস্তুর শ্যুটিংয়ে বাধা মিলছিল বলেই দাবী করা হয়েছিল। শেষমেশ জট কিছুটা কেটে ফের শুরু হয়েছে শ্যুটিং। সমস্ত ধারাবাহিকগুলোই চেষ্টা করছে বিশেষ কিছু পর্বের মাধ্যমে দর্শকদের ফের মনোরঞ্জন করার। পুনরায় শ্যুটিং শুরুর পর কীভাবে চলছে টেলিপাড়ার শ্যুটিং? 'মিঠাই', 'অপরাজিতা অপু' ও 'এই পথ যদি না শেষ হয়' -র সেটে কী চলছে দেখুন সেই ভিডিয়ো। সবিস্তারে পড়ুন...
অনলাইনে মদ অর্ডার করে প্রতারিত শাবানা আজমি, টুইটে ক্ষোভ অভিনেত্রীর
ইচ্ছে ছিল বাড়িতে বসেই পানভোজনে ছুটি কাটাবেন। কিন্তু সে আশায় জল ঢাললো প্রতারকরা। অনলাইনে মদ অর্ডার করে আগাম টাকা দিয়েও পেলেন না মদের বোতল। প্রতারকরা টাকা বুঝে নিয়ে পগারপার। তারপর থেকেই ফোনের সুইচ অফ। ক্ষুব্ধ অভিনেত্রী ক্ষোভ উগরে দিলেন টুইটে। সবিস্তারে পড়ুন...
সপ্তাশ্বর 'জতুগৃহ'-তে অনামিকার জায়গায় পায়েল! আসল কারণ জানালেন পরিচালক
‘হরর’ জঁনর ছবি 'জতুগৃহ'-তে (Jotugriha) প্রথমে বনি সেনগুপ্তের সঙ্গে জুটি বাঁধার কথা ছিল টেলি অভিনেত্রী অনামিকা চক্রবর্তীর (Anamika Chakraborty)। কিন্তু হঠাৎ বদল হয় শিল্পী তালিকায়। এখন ছবিতে সেই জায়গায় অভিনয় করবেন অভিনেত্রী পায়েল সরকার (Paayel Sarkar) ও নবাগতা পিয়ালি চট্টোপাধ্যায় (Piyali Chatterjee)। সবিস্তারে পড়ুন...
আবাসনের চেয়ারপার্সনকে হুমকির অভিযোগ! গ্রেফতার অভিনেত্রী পায়েল রোহতগি
আবাসনের চেয়ারপার্সনকে কটূক্তি করার অভিযোগে গুজরাটের, আমদাবাদের স্যাটেলাইট পুলিশ গ্রেফতার করে অভিনেত্রী পায়েল রোহতগিকে (Payal Rohatgi)। এর আগেও বিতর্কিত মন্তব্য করে গ্রেফতার হয়েছিলেন তিনি। সবিস্তারে পড়ুন...