Advertisement

মনোরঞ্জন

Ranu Mondal : রাণু মণ্ডলের বাড়িতে সিধু, গান রেকর্ডের আগে জমজমাট আড্ডা

বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়
  • রানাঘাট,
  • 10 Feb 2022,
  • Updated 10:13 PM IST
Ranu Mondal Biopic Miss Ranu Mariya Director Rishikesh Mondal Sidhu of Cactus visit her place abk one
  • 1/10

Ranu Mondal: রানাঘাটের রাণু মণ্ডল (Ranu Mondal)-কে নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক। সেই সিনেমার সুরকার বাংলা ব্যান্ড ক্যাকটাস-এর ফ্রন্টম্যান সিধু। সিধু নিজে একটা গান গাইছেন। আর একটা রাণু মণ্ডল (Ranu Mondal)-এর সঙ্গে। গান রেকর্ডের আগে বৃহস্পতিবার তিনি হাজির রানাঘাটে, রাণু মণ্ডলের বাড়িতে। 

আরও পড়ুন: কাঁচা বাদাম এবার ভোজপুরিতে, রাকেশ মিশ্রার ভিডিও VIRAL

  • 2/10

সিনেমার নাম মিস রাণু মারিয়া (Miss Ranu Mariya)। তার প্রস্তুতি ইতিমধ্যে শুরু করেছেন সিনেমার পরিচালক ঋষিকেশ মণ্ডল।

  • 3/10

সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করবেন যিনি অর্থাৎ রাণু মণ্ডল (Ranu Mondal)-এর চরিত্রে যিনি অভিনয় করবেন, বলিউডের সেই শিল্পী ঈশিকা দে। ইতিমধ্যেই তাঁর সঙ্গে দেখা করে গিয়েছেন। তিনি কী করে কথা বলেন, কী করে হাঁটাচলা করেন, সে সব বোঝার চেষ্টা করেছেন। যাতে আরও ভাল করে সেই চরিত্রে অভিনয় করতে পারেন।

  • 4/10

সেই সিনেমার সুরকার সঙ্গীতশিল্পী, ক্যাকটাস-এর সিদ্ধার্থ রায় ওরফে সিধু। 

  • 5/10

এদিন উপস্থিত হলেন রানাঘাটে রাণু মণ্ডল (Ranu Mondal)-এর বাড়িতে। উপস্থিত ছিলেন সিনেমার পরিচালক ঋষিকেশ মণ্ডলও। 


 

  • 6/10

তাঁদের মধ্যে বেশ কিছুক্ষণ গল্প হল, আড্ডা হল। গান নিয়ে কথা হল, গানের রিহার্সালও হল। জমজমাট কাটল সকাল।

  • 7/10

সিদ্ধার্থ জানান, রাণু মণ্ডল (Ranu Mondal)-কে দিয়ে গান গাওয়াতে হবে। তাঁর বায়োপিক তৈরি হচ্ছে। সুরকার হিসেবে যুক্ত থাকতে পেরে খুব খুশি। এই গানে আবেগ রয়েছে, আনন্দ রয়েছে, দুঃখ নেই। সে রকম একটা গান বানিয়েছি। তাঁকে শোনানো হল, তাঁকে দিয়ে রেকর্ড করা হবে। ভারী সুন্দর একটা সকাল। 

আরও পড়ুন: নেটপাড়ায় ভাইরাল কুলহাড় পিৎজা, ভাঁড় বেয়ে উপচে পড়ছে চিজ, মিলছে কোথায়?

  • 8/10

তিনি আরও জানান, ভারতের অনেকেই রাণু মণ্ডলের কথা জানেন। সব ধরনের মানুষকে উজ্জ্বীবিত করতে পারেন তিনি। আজ সবাই তাঁকে চেনেন তাঁর প্রতিভার জোরে। 

  • 9/10

পরিচালক জানান, ছবির গান রেকর্ড করার কাজ শুরু হয়ে গিয়েছে। করোনা, বিভিন্ন শো, প্রোগ্রামের জন্য দেরি হয়েছে। সিধু নিজে একটা গান গাইছেন। আর একটা রাণু মণ্ডলের সঙ্গে। গানের কথা সিধুর। 

 

  • 10/10

রাণু জানান, খুব ভাল লাগছে। ওঁর সঙ্গে দেখা করে ভাল লাগছে। 

Advertisement
Advertisement