Advertisement

ধর্ম

Basanti Puja 2022 : জগদম্বা মন্দিরে বাসন্তী পুজো, ভোগে ইলিশ, পদ্মকচু, লাউ

গোপাল ঠাকুর
  • বহরমপুর,
  • 10 Apr 2022,
  • Updated 7:18 PM IST
  • 1/13

Basanti Puja 2022: মুর্শিদাবাদের বহরমপুরে এক অন্য রকমের বাসন্তী পুজোর আয়োজন করা হয়। সেখানে ভোগে দেবীকে দেওয়া হয় মাছ। জগদম্বা মন্দিরে বাসন্তী পুজোর আয়োজন করা হয়। 

  • 2/13

সেটা স্বপ্নে দেখা মন্দির। লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী থাকেন না। তার বদলে থাকেন জয়া-বিজয়া। 

  • 3/13

বহরমপুর খাগড়ায় তিন শতকের পুরনো জগদম্বা মন্দিরে বাসন্তী পুজোর আয়োজন করা হয়েছে। সেই পুজোকে ঘিরে উৎসবে মেতেছে বহরমপুরবাসী। 

  • 4/13

মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, জগদম্বা মন্দিরে বারো মাসে তেরো পার্বণ হয়। 

  • 5/13

এই মন্দিরে যেমন গণেশ পুজো হয়, তেমনই হয় দুর্গাপুজো, জগদ্ধাত্রী  পুজো। 

  • 6/13

বছরের শেষে চৈত্রে চারদিন ধরে চলে বাসন্তী পুজো। বহরমপুর খাগড়ার জগদম্বা মন্দিরের বাসন্তী মায়ের দুইপাশে চার ছেলেমেয়ে লক্ষ্মী, গণেশ, কার্তিক ও সরস্বতী থাকেন না। 

  • 7/13

পরিবর্তে মায়ের দুইপাশে থাকেন জয়া ও বিজয়া। এমনই হয় সেখানে। দীর্ঘদিন ধরে চলে আসছে সেই রীতি। 

আরও পড়ুন: হোম লোন থাকলে কাজে লাগান এই ৫ টিপস, কমতে পারে EMI-এর বোঝা

আরও পড়ুন: Qute দেশের সবচেয়ে সস্তা 'গাড়ি', ৩৪ কিলোমিটার মাইলেজ, আর কী চাই!

  • 8/13

কমিটির সেক্রেটারি শিবাজি সান্যাল বলেন, এই মন্দিরে যেমন নিষ্ঠা সহকারে দশভূজার আরাধনা করা হয়, তেমনি চৈত্রের শেষে বাসন্তি পুজো করা হয়। এ বছর বাসন্তী পুজো ২৯ বছরে পড়ল।

আরও পড়ুন: বাড়ি থেকে উদ্ধার এক ব্যক্তির দেহ, ঘিরে রেখেছিল ১২৫ সাপ

  • 9/13

তিনি জানান, রবিবার নবমীতে ইলিশ মাছ, পদ্ম কচু এবং লাউয়ের তরকারি এবং পাঁচ ভাজা দিয়ে অন্নভোগ নিবেদন করা হয়। নবমীতে মায়ের প্রসাদ পেতে দুপুর থেকে প্রচুর মানুষের সমাগম হয়। 

  • 10/13

এদিন মধ্যরাত পর্যন্ত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। দশমীর সকালে চিড়ে, খই ও দই সহকারে মাকে ভোগ নিবেদন করা হয়। আর তারপর মাকে বিদায় জানানো হয়। 

  • 11/13

বহরমপুর শহরের পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ পুজোর চারদিন জগদম্বা মন্দিরে ভিড় জমান। দর্শনার্থী ও ভক্তদের ভিড়ে খাগড়া এলাকা অবরুদ্ধ হয়ে পড়ে। 

আরও পড়ুন: মেয়েদের স্বাস্থ্যের জন্য খুব ভাল তিলের চাটনি, চট করে বানান বাড়িতেই

  • 12/13

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিস প্রশাসনকে হিমশিম খেতে হয়।

  • 13/13

করোনার কারণে আগে পুজোয় প্রভাব পড়েছিল। তবে এবার পরিস্থিতি ভিন্ন।

Advertisement
Advertisement