Advertisement

লাইফস্টাইল

Ghee Purity Test: খাঁটি ঘি চেনার সহজ উপায় জেনে নিন, রইল গোপন টিপস

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Nov 2025,
  • Updated 7:54 PM IST
  • 1/10

বাজার ভর্তি বিক্রি হওয়া খাঁটি ঘিয়ের মধ্যে কোনটি সেরা বোঝা খুব কঠিন। কিন্তু কিছু ট্রিক জানলে কোনটা খাঁটি সহজেই জেনে নিতে পারবেন।

  • 2/10

খাঁটি ঘি চেনার কিছু সহজ উপায় রয়েছে। যা আপনাকে ঠকার হাত থেকে বাঁচাবে।

  • 3/10

খাঁটি ঘি চিনতে হাতের তালুতেই পরখ করে নিন।

  • 4/10

ঘি বিশুদ্ধ হলে হাতের তালুতে রাখলে তা খানিকক্ষণ পর গলে যাবে।

  • 5/10

আগুনের আঁচের সামনে ঘিয়ের শিশি রেখে গলিয়ে দেখতে পারেন।

  • 6/10

ঘি নকল হলে গলতে সময় নেবে কিংবা রং হলুদ হয়ে যাবে৷

  • 7/10

শিশিতে গলানো ঘি একটু ঠান্ডা করে ফ্রিজে রাখুন। ঘিয়ে ডালডা থাকলে পুরো বসে জমাট বেঁধে যাবে।

  • 8/10

ঘি খাঁটি হলে গলবে না। তরলই থাকবে। আলাদা আলাদা স্তরে আলাদা রং হবে না।

  • 9/10

এটাই খাঁটি ঘি চেনার একমাত্র সহজ উপায়। বাইরে নতুন জায়গা থেকে ঘি কিনলে আগে ৫০ গ্রাম কিনে ট্রাই করুন।  

  • 10/10

বাইরে নতুন জায়গা থেকে ঘি কিনলে আগে ৫০ গ্রাম কিনে ট্রাই করুন। ভালো হলে আবার কিনে আনবেন।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement