সম্পর্কে থাকার চেষ্টা অনেক পুরুষই করেন। কিন্তু পারেন না। কারণ, তারা জানেন না যে মহিলাদের মন কীভাবে পাওয়া যায়। যেই কারণে তারা ভালবাসার মধুরস থেকে দূরে থাকেন।
জানলে অবাক হবেন, পুরুষেরা কয়েকটি কথা বললেই মহিলারা ভালোবাসায় ডগমগ করেন। তারা মন দিয়ে দেন। বাড়ান মেলামেশা।
তাই আর সময় নষ্ট করবেন না। জেনে নিন কোন কোন কথা বললে মহিলাদের মন পাবেন। তারপর সেই সব কথা বলুন। তাহলেই খেলা ঘুরে যাবে।
তোমার মতো সুন্দরী নেই। এই কথাটা সবার প্রথমে বলে দিন। তাহলেই সামনে থাকা মহিলাটি খুশিতে ডগমগ করবে। সম্পর্ক গড়ে উঠবে আপনার সঙ্গে।
তোমাকে ছাড়া ভাবতেই পারি না। এই কথাটাও বলুন পছন্দের নারীকে। তাহলেই দেখবেন তিনি ভালোবাসায় ভরিয়ে দেবেন। আপনাকে করে নেবেন আপন।
তুমি থাকলে ভরসা পাই। এই কথাটা সব মহিলারাই শুনতে চান। তাই পছন্দের নারীকে আজই এই কথাটা বলুন। তাহলেই তিনি মন দেবেন।
তোমাকে ছাড়া বাঁচব না। এই কথাটা বলতে হবে। দেখবেন এই কথা শুনেই মহিলা আপনার সঙ্গে সম্পর্ক তৈরি করে ফেলবেন। আপনি হাতে হাত রেখে জীবন কাটাতে পারবেন।
তুমি সবার খেয়াল রাখতে পার। আর এই কথাটাও মহিলারা শুনতে চান। তাই নিজের পছন্দের নারীকে এই কথাটা বলতে ভুলবেন না যেন! তাহলেই খেলা ঘুরে যাবে।
পরিশেষে বলি, মহিলাদের সম্মান দিন। তাদের ভালোবাসুন। তাহলেই দেখবেন মন পাবেন। আপনার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াবেন তিনি।