Advertisement

লাইফস্টাইল

Fatty Liver Vegetables: ফ্যাটি লিভারে ভুগছেন? এই ৫ সবজিই মহৌষধি

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Nov 2025,
  • Updated 4:53 PM IST
  • 1/9

ফ্যাটি লিভার নিয়ে সাবধান হতে হবে। নইলে লিভারের হাল বিগড়ে যেতে সময় লাগবে না। এমনকী পিছু নিতে লিভার সিরোসিসের মতো সমস্যা।

  • 2/9

এছাড়া ফ্যাটি লিভারের জন্য ফাইব্রোসিসও হতে পারে। যার ফলে প্রাণ নিয়ে পড়তে পারে টানাটানি।

  • 3/9

তাই ফ্যাটি লিভার থেকে দ্রুত সেরে উঠতে হবে। এক্ষেত্রে লাইফস্টাইলে আনতে হবে বদল। বিশেষত, ডায়েটে কিছু পরিবর্তন আনা জরুরি।

  • 4/9

এক্ষেত্রে খাওয়া যাবে না মিষ্টি, ফাস্ট ফুড এবং প্রসেসড ফুড। তার বদলে হালকা খাবার খান। পাতে রাখুন ৫ সেরা সবজি। তাতেই সুস্থ থাকার কাজে এগিয়ে যাবেন।

  • 5/9

সবার প্রথমে ব্রকোলি খাওয়া শুরু করুন। এই সবজিতে রয়েছে ফাইবারের ভাণ্ডার। পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে। তাই নিয়মিত এই সবজি খেলে ফ্যাটি লিভারে ভাল থাকবেন।

  • 6/9

গাজর হল একটি সেরা সবজি। এতে রয়েছে ফাইবার। সেই সঙ্গে এই সবজিতে বিটা ক্যারোটিনও রয়েছে। তাই নিয়মিত গাজর খেলে ফ্যাটি লিভার থেকে সেরে উঠতে পারবেন।

  • 7/9

বিটকে অবশ্যই পাতে রাখুন। এই সবজিও অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার। তাই প্রতিদিন বিট খেলে আদতে সুস্থ থাকার কাজে এগিয়ে যাবেন।

  • 8/9

ফুলকপি এবং বাঁধাকপি হল ভিটামিন সি-এর খনি। এমনকী এতে নানা জরুরি ভিটামিন ও খনিজ রয়েছে। তাই নিয়মিত অবশ্যই এই দুই সবজি খান। তাতেই সুস্থ থাকার কাজে এগিয়ে যাবেন।

  • 9/9

এছাড়া নিয়মিত ব্যায়াম করুন। দিনে ৩০ মিনিট এক্সারসাইজ হল মাস্ট। তাতেই সুস্থ থাকার কাজে এগিয়ে যাবেন।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement