Advertisement

স্বাস্থ্য

Breast Cancer Warning Signs: স্তনে কোন ধরনের পিণ্ড ক্যান্সারের বাসা? রইল চেনার উপায়

Aajtak Bangla
  • 18 Oct 2023,
  • Updated 8:10 PM IST
  • 1/9

Breast Cancer Warning Signs: স্তন ক্যানসার মহিলাদের একটি গুরুতর সমস্যা। যদি কোনও মহিলা বা পুরুষের স্তন ক্যান্সার হয় তবে তাদের শরীরে অনেকগুলি লক্ষণ দেখা যায়।

  • 2/9

চিকিৎসকদের মতে, স্তনে ক্যানসার থাকলে তা ধীরে ধীরে অনেক লক্ষণ দেয়। সময় মতো এই লক্ষণগুলি চিনতে না পারলেই বিপদ!

  • 3/9

মহিলাদের মধ্যে স্তন ক্যানসার নিয়ে এক অদ্ভুত আতঙ্ক কাজ করে। কখনও কখনও এমনও হয় যে, স্তনে পিণ্ড অনুভব করলেই তাকে ক্যান্সার বলে ভুল করে অতঙ্কিত হয়ে পড়েন অনেকে।

  • 4/9

বিশেষজ্ঞদের মতে, অন্যান্য অনেক কারণে স্তনে পিণ্ড তৈরি হতে পারে। তবে সব পিণ্ডই যে ক্যান্সারের জন্য তৈরি, তা কিন্ত নয়।

  • 5/9

যদি স্তনে পিণ্ড অনুভব করলে, তাহলে অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করতে পারেন। তবে কোন ধরনের পিণ্ড ক্যান্সারের আর কোনটি সাধারণ, সেটি সম্পর্কে ধারণা তৈরি করতে হবে।

  • 6/9

স্তনে কোনও ধরনের পরিবর্তন দেখলে অবশ্যই স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিন। বিশেষজ্ঞদের মতে, প্রতিটি পিণ্ডই ক্যান্সারের হয় না।

  • 7/9

স্তন ক্যানসারের পিণ্ডে একেবারেই ব্যথা থাকবে না। এই কারণেই দীর্ঘদিন পর এমন পিণ্ড ধরা পড়ে। ফলে, চিকিৎসায় অনেক দেরি হয়ে যায়।

  • 8/9

স্তন ক্যানসারের পিণ্ড ধীরে ধীরে স্থান পরিবর্তন করে। স্তন ক্যানসারের পিণ্ড ধীরে ধীরে বড় হতে থাকে। ক্যানসারের পিণ্ডের ক্ষেত্রে স্তনের উপরের ত্বকের রং ধীরে ধীরে পরিবর্তিত হয়।

  • 9/9

স্তন ক্যান্সারে স্তনের ত্বকের রং হলুদ ও কমলা হয়ে যায়। ক্যানসারের পিণ্ডের ক্ষেত্রে স্তনের বৃন্তে ক্রমশ পরিবর্তন ধরা পড়ে। এ ক্ষেত্রে স্তনবৃন্তের রং ও আকার পরিবর্তিত হতে পারে।

Advertisement
Advertisement