Advertisement

লাইফস্টাইল

BP Increase Foods: এই ৫ পরিচিত খাবার খেলেই বাড়বে ব্লাড প্রেশার, জেনে হন সাবধান

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Nov 2025,
  • Updated 2:48 PM IST
  • 1/9

ব্লাড প্রেশারকে স্বাভাবিকের গণ্ডিতে রাখতে হবে। নইলে শরীরের হাল বিগড়ে যেতে পারে। পিছু নিতে পারে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মতো সমস্যা।

  • 2/9

তাই ব্লাড প্রেশার নিয়ে সাবধান হতে হবে। চেষ্টা করতে হবে এটাকে স্বাভাবিকের গণ্ডিতে আটকে রাখার। তাতেই সুস্থ থাকার কাজে এগিয়ে যাবেন।

  • 3/9

মাথায় রাখতে হবে, কিছু অতি পরিচিত খাবার প্রেশার বাড়াতে পারে। তাই সবার প্রথমে সেগুলির থেকে দূরে থাকতে হবে। তাতেই সুস্থ থাকতে পারবেন।

  • 4/9

অনেকেই খাবারের উপর কাঁচা নুন ছড়িয়ে খান। আর সেটা শরীরের জন্য ক্ষতিকর। এটা বাড়াতে পারে প্রেশার। তাই সাবধান হন।

  • 5/9

আচার খেতে ভালোবাসেন অনেকে। আর তাতেও থাকে ভর্তি নুন। তাই এটা খেলেও বিপি বাড়ার রয়েছে আশঙ্কা।

  • 6/9

নুন সমৃদ্ধ যে কোনও ফাস্টফুড এড়িয়ে যেতে হবে। তাহলেই সুস্থ থাকতে পারবেন। ব্লাড প্রেশার বাড়বে না।

  • 7/9

নিয়মিত চিপস খান নাকি? তাহলে সাবধান হতে হবে। কারণ, তাতেও রয়েছে নুনের ভাণ্ডার। যার ফলে সেটি খেলে বিপদ বাড়তে পারে।

  • 8/9

প্রসেসড ফুডেও প্রচুর সোডিয়াম মেশানো থাকে। তাই এই ধরনের খাবার নিয়মিত খাওয়া যাবে না। তাতেই বিপি থাকবে কন্ট্রোলে।

  • 9/9

পরিশেষে বলি, নিয়মিত এক্সারসাইজ করুন। দিনে ৩০ মিনিট ব্যায়াম হল মাস্ট। তাতেই ব্লাড প্রেশার থাকবে কন্ট্রোলে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement