Advertisement

লাইফস্টাইল

Anxiety Calming: দশ মিনিটে মন শান্ত করুন, রইল নিনজা টেকনিক

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Nov 2025,
  • Updated 3:55 PM IST
  • 1/10

পড়াশোনা হোক বা অফিসের কাজ, কোনওটাই চঞ্চল মনে হয় না। এদিকে বর্তমান যুগে স্ট্রেস, টেনশনের অভাব নেই।

  • 2/10

এই স্ট্রেস, অতিরিক্ত চিন্তা আপনার কাজ বা পড়াশোনার মানে প্রভাব ফেলে। এর থেকে মুক্তির উপায় কী?

  • 3/10

ঠিক কী কারণে স্ট্রেস হচ্ছে, তা বের করুন। সেটি কোনও মানুষ হতে পারে, সোশ্যাল মিডিয়া হতে পারে।

  • 4/10

আবার কোনও সমস্যার কারণেও আপনার মন অশান্ত হতে পারে।
 

  • 5/10

এই সমস্যার কোনও সমাধান থাকলে সেটি করুন। কিন্তু কিছু করণীয় না থাকলে একেবারে বাদ দিয়ে দিন। আপনার হাতে যেটা নেই, সেটা নিয়ে ভেবেও লাভ নেই।

  • 6/10

ডিপ ব্রিদিং: লম্বা শ্বাস নিন। এটি প্রেসার, পালস রেট কমাতে সাহায্য করে। মন নিজে থেকেই শান্ত হতে শুরু করবে।

  • 7/10

ধ্যান করুন। অনেকে ধ্যান করতে পারেন না। তাঁরা কঠোর এক্সারসাইজ করতে পারেন।

  • 8/10


এক্সারসাইজ করলে শরীরে এমন হরমোন নিঃসৃত হয়, যা মন ভাল করতে সাহায্য করে।

  • 9/10

ডার্ক চকোলেট, কোনও প্রিয় ফল বা সুস্বাদু এবং স্বাস্থ্যকর কোনও খাবার খেতে পারেন। এতে অক্সিটোসিন বা হ্যাপি হরমোনের ক্ষরণ হয়।
 

  • 10/10

ঘুমানোর চেষ্টা করুন। ৮-৯ ঘণ্টার ঘুম মনকে অনেকটাই শান্ত করতে সাহায্য করে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement