Advertisement

লাইফস্টাইল

Brain Destroying Habits: ব্রেন নষ্ট দেয় এই অভ্যাস, আজই এই ভুল করা বন্ধ করুন!

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Nov 2025,
  • Updated 6:15 PM IST
  • 1/10

মস্তিষ্কই মানুষের মন। শরীরের কাজকর্ম নিয়ন্ত্রণ করে। যত্ন না নিলে কর্মক্ষমতা হারিয়ে ফেলে। 
 

  • 2/10

বদভ্যাস, ডায়েট মস্তিষ্কের ক্ষতি করে। কম বয়সেই লোপ পায় বুদ্ধি।

  • 3/10

ঘুম- ঘুমের অভাবে বুদ্ধি লোপ পায়। স্মৃতিশক্তিও ধরে রাখা যায় না। তাই প্রতিদিন ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমোনো জরুরি। 

  • 4/10

নেতিবাচক চিন্তা- সবসময় নেতিবাচক চিন্তা, আত্মবিশ্বাসের অভাবে ক্ষতি হয় মস্তিষ্কের। অতিরিক্ত চাপ নেবেন না। ভালো কথা ভাবুন।

  • 5/10

জাঙ্ক ফুড- অতিরিক্ত পরিমাণে তেল-ঝাল ও জাঙ্ক ফুড প্রভাব ফেলে মস্তিষ্কের স্বাস্থ্যেও। কমে বুদ্ধি।

  • 6/10

একাকিত্ব-সারাক্ষণ একা থাকলে মনের উপর নেতিবাচক প্রভাব ফেলে। ধীরে ধীরে ব্যক্তি অবসাদে চলে যান। ক্ষতি হয় মস্তিষ্কের।

  • 7/10


জোরে গান শোনা- কানে হেডফোন লাগিয়ে জোরে গান শুনলে ক্ষতি হয় মস্তিষ্কের। 

  • 8/10

টানা কাজ- ল্যাপট্যাপ ও কম্পিউটারে বদ্ধ ঘরে টানা কাজ করেন অনেকে। লোপ পায় বুদ্ধি। দীর্ঘক্ষণ বসে থাকবেন না। 

  • 9/10

নেশা- অতিরিক্ত মদ্যপান ও ধূমপান মস্তিষ্কের ক্ষতি করে। কোষে প্রভাব ফেলে। কমে স্মৃতিশক্তি। 

  • 10/10

মস্তিষ্ক সচল রাখতে সপ্তাহে অন্তত ৪ দিন শরীরচর্চা করুন। মন খুশি রাখুন। তেল-মশলার খাবার ছাড়ুন।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement