Advertisement

লাইফস্টাইল

আপনি কতদিন বাঁচবেন? এখনই হাতের রেখায় দেখে নিন

Aajtak Bangla
  • দিল্লি,
  • 28 Nov 2021,
  • Updated 5:15 PM IST
  • 1/9

কথায় আছে, জন্ম-মৃত্যু-বিয়ে তিন বিধাতা নিয়ে। জন্ম ও বিয়ে কবে হবে তা নিয়ে আগাম আন্দাজ পাওয়া যেতে পারে। তবে মৃত্যু কখন ঘনিয়ে আসবে কে বলতে পারে! 

  • 2/9

তবে জ্যোতিষমতে, কারও জীবনের আয়ু কেমন তা জানা যেতে পারে হাতের লাইফলাইন দেখে। একে বাংলায় বলে জীবন রেখা। 

  • 3/9

কোনটা লাইফ লাইন? তর্জনী থেকে কব্জি পর্যন্ত একটা রেখা যা হাতের তালুতে রয়েছে তাই হল লাইফ লাইন বা জীবন রেখা। জ্যোতিষমতে, এই রেখা দেখেই মানুষ তার আয়ু বুঝতে পারে।

  • 4/9

আয়ুরেখা দেখে কীভাবে বুঝবেন আপনি কতদিন বাঁচবেন? যদি আয়ুরেখার সঙ্গে পাশাপাশি চলা কোনও লাইন থাকে, তা হলে আয়ুরেখা সবল হয়। অর্থাৎ আপনি বেশিদিন বাঁচবেন। 

  • 5/9

আয়ুরেখায় কোনও তিল চিহ্ন থাকলে আপনি নিশ্চিত ভাবে ধনবান ব্যক্তি। 

  • 6/9

এই রেখা যদি সোজা হয়, তাহলে সেই মানুষ বিচক্ষণ ও বুদ্ধিমান। তিনি দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন। 

  • 7/9

জীবন রেখা তালু থেকে কব্জিতে নামার পথে যদি ভেঙে যায়, তাহলে বিষয়টি বেশ দুশ্চিন্তার। সেক্ষেত্রে আপনার আয়ুকাল কম থাকার সম্ভাবনা বেশি।

  • 8/9

আয়ুরেখায় যদি চতুর্ভুজ চিহ্ন থাকে তাহলে জানবেন কোনও বিপদ থেকে আপনি রক্ষা পেয়েছেন। 

  • 9/9

আবার আয়ুরেখার আরম্ভে যদি নক্ষত্র চিহ্ন থাকে, সুখী এবং সৌভাগ্য যুক্ত  ভবিষ্যৎ জীবন পাওয়া যায়। 

Advertisement
Advertisement