Advertisement

লাইফস্টাইল

রাবাংলা, পেলিং, নামথাং, জোরথাং, পাকিয়ং, গ্যাংটক, জলের দরে ভ্রমণের সুযোগ দিচ্ছে সিকিম

জয়দীপ বাগ
  • শিলিগুড়ি,
  • 29 Nov 2021,
  • Updated 1:21 PM IST
  • 1/10

করোনা পরিস্থিতি কিছুটা স্বভাবিক হতেই যারা এখন সিকিম ভ্রমণের প্ল্যান করছেন তাদের জন্য সুখবর। এখন সামান্য খরচে সরকারি A/C বাসে চেপে সহজেই পৌঁছানো যাবে সিকিমে।

  • 2/10

প্রতিদিন শিলিগুড়ি-র জংশনের SNT অর্থাৎ সিকিম বাস টার্মিনাস থেকে সিকিম সহ সিকিমের বিভিন্ন জায়গায় যাওয়ার বাস পরিষেবা রয়েছে। তাই আর দেরি না করে পকেট বাঁচিয়ে চাক্ষুষ করে আসুন সিকিমের পর্যটনকেন্দ্রগুলিকে।

  • 3/10

করোনার কারণে টানা কয়েক মাস গৃহবন্দি জীবন কেটেছিল মানুষের। তাছাড়াও করোনার কারণে টানা কয়েক মাস ভিন রাজ্যের পর্যটকদের সিকিমে প্রবেশে কড়া নিষেধাজ্ঞা জারি করেছিল সিকিম সরকার।

  • 4/10

কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হতে আবারও উত্তরবঙ্গ-এ আসা পর্যটকদের ভিড় বাড়ছে সিকিম রাজ্যে। তাই পর্যটনের কথা মাথায় রেখে সিকিম পরিবহণ দফতর আবারও আগের মত বাস পরিষেবা কেউ স্বাভাবিক করেছে।

  • 5/10

ফলে এখন অনেক কম খরচে সরকারি বাসের মাধ্যমে সহজেই পৌঁছে যাবে সিকিমে। শিলিগুড়িতে জংশনে সিকিম বাস টার্মিনাস থেকে প্রতিদিন সকাল ৬:৩০ মিনিট থেকে দুপুর ৩ টা পর্যন্ত রয়েছে সরকারি বাস পরিষেবা। এই মধ্যে দিনে  ৩ টি রয়েছে বাতানুকূলিত সরকারি বাস পরিষেবা  এবং ১ টি বেসরকারি বাতানুকূলিত বাস পরিসেবা। 

  • 6/10

এক নজরে গ্যাংটকের জন্য A/C বাসের সময়সূচি

প্রতিদিন সকাল  ৮ টা , ৮: ৩০ টা , ১০:৩০ টা এবং দুপুর ১:৩০ মিনিটে শিলিগুড়ির SNT বাস টার্মিনাস থেকে গ্যাংটক পর্যন্ত বাতানুকুলিত বাস পরিষেবা রয়েছে। এরমধ্যে A/C সুপারের ভাড়া ৩৪০ টাকা এবং সাধারণ A/C বাসের ভাড়া ৩০০ টাকা মাথাপিছু। এ ছাড়াও একটি বেসরকারি বাস পরিষেবা রয়েছে সিকিমের জন্য। 

  • 7/10

অন্যদিকে শিলিগুড়ির সিকিম বাস টার্মিনাস থেকে নামচি যাওয়ার সরকারি বাস রয়েছে। তবে আপাতত তার সময় সম্পর্কে নির্দিষ্ট কিছু বলা হয়নি। সেই ক্ষেত্রে পর্যটকরা বাস টার্মিনাসে এসে যোগাযোগ করলে সময় জানিয়ে দেওয়া হবে।

  • 8/10

এক নজরে গ্যাংটক যাওয়ার সাধারণ বসের সময়সূচি

প্রতিদিন শিলিগুড়ির SNT বাস টার্মিনাস থেকে সিকিমের গ্যাংটকের উদ্দেশ্যে বাস পরিষেবা রয়েছে। প্রতিদিন সকাল ৬:৩০,৭:১৫, ৯:০০, ১০:০০ ,১১:০০,১১:৩০ এবং দুপুর ১২:৩০, ১:০০, ২:০০,২:৩০,৩:০০ ও ৩:৩০ মিনিটে এই বাস গুলি শিলিগুড়ি ছেড়ে সিকিমের উদ্দেশ্যে রওনা দেয়। শিলিগুড়ি থেকে সিকিমের গ্যাংটক পর্যন্ত মাথাপিছু ভাড়া রয়েছে ১৯০ টাকা। 

  • 9/10

এক নজরে সিকিমের অন্যান্য জায়গায় যাওয়ার বাস পরিষেবা

এছাড়াও SNT বাস টার্মিনাস থেকে প্রতিদিন সকাল ১০:৩০ মিনিটে পেলিং, দুপুর ১:০০ টায় রাবাংলা, ১১:০০ টায় মঙ্গন, ২:৩০ মিনিটে নামথাং , ২:০০ টায় জোড়থাং, দুপুর ২:০০ টায় প্যাকিয়ং এবং দুপুর ২:০০ টায় রংলি পর্যন্ত যাওয়ার বাস পরিষেবা রয়েছে। 

 

  • 10/10

সিকিম পরিবহণ দপ্তর সূত্রে জানা গিয়েছে পর্যটক এবং নিত্যযাত্রীদের কথা মাথায় রেখে প্রতিদিনই নির্দিষ্ট সময় বাস পরিষেবা রয়েছে। এছাড়াও পর্যটন মরশুমে পর্যটকদের কথা ভেবে বাড়তি বাস চালানো হয়ে থাকে। ফলে তাই আর দেরি না করে পকেট বাঁচিয়ে সরকারি বাস ধরে রওনা দিন সিকিমের উদ্দেশ্যে।

Advertisement
Advertisement