Advertisement

লাইফস্টাইল

কোনও ট্যাবলেট নয়, এই গাছের মূল সেদ্ধ করে খেলে বিছানায় আপনি-ই সেরা

Aajtak Bangla
  • দিল্লি,
  • 22 Dec 2021,
  • Updated 2:13 PM IST
  • 1/10

যৌন জীবন নিয়ে অনেকেই সমস্যায় ভোগেন। কিন্তু সুখী দাম্পত্যের অন্যতম চাবিকাঠীই হল যৌনজীবনে (Sex Life) সন্তুষ্টি। 

  • 2/10

নারী-পুরুষের মধ্যে যে কোনও একজন দুর্বল হলেই যৌনজীবনে আসে অতৃপ্তি। অনেকে ওষুধের সাহায্যে সাময়িকভাবে সমস্যা সমাধানের চেষ্টা করেন। কিন্তু এর দীর্ঘমেয়াদি ফল ভাল নয় বলেই মনে করেন চিকিৎসকেরা। 

  • 3/10

পরিবর্তে একটি ভেষজ ওষুধের কথা জানা যাচ্ছে, যা থেমে যাওয়া যৌনজীবনে দ্রুত পরিবর্তন আনতে পারে। 

  • 4/10

গবেষণা বলছে, জিনসেং নামে একটি গাছের মূল বীর্যস্খলনের সময়কাল কোনওরকম পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই বাড়িয়ে তোলে।

  • 5/10

বর্তমানে জিনসেং সারা বিশ্বের কাছে একটি আলোচিত ঔষধি উদ্ভিদ। জানা যাচ্ছে, হাজার হাজার বছর ধরে চিন, জাপান ও কোরিয়ায় বিভিন্ন রোগের প্রতিষেধক ও শক্তিবর্ধক টনিক তথা পথ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে জিনসেং।

  • 6/10

 জিনসেংকে অনেকে কোরিয়ান ভায়াগ্রাও বলে থাকেন। 

  • 7/10

জিনসেংকে কোরিয়ানরা বিভিন্নভাবে খেয়ে থাকেন। পুরো মূলটি সুপে গিয়ে বা সেদ্ধ হিসেবে খেতে হয়। চিবিয়ে চিবিয়ে এর নির্যাস খেতে হয়। 

  • 8/10

তবে হ্যাঁ, যে মূলটি খাচ্ছেন, সেটির বয়স ৬ বছর হতে হবে। 

  • 9/10

মূলত লিঙ্গোত্থানের অক্ষমতা দূর করতে এর ভূমিকা অপরিসীম। 

  • 10/10

তাছাড়া এই মূল দিয়ে মদও তৈরি হয়। অনেকে একে আশ্চর্য লতাও বলে থাকেন। 

Advertisement
Advertisement