Advertisement

লাইফস্টাইল

Happy Father's Day 2022: হ্যাপি ফাদার্স ডে! সোশ্যাল মিডিয়ায় বাবাকে শুভেচ্ছা জানান এই মেসেজের মাধ্যমে

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 19 Jun 2022,
  • Updated 7:47 AM IST
  • 1/10

প্রতি বছর, বিশ্বজুড়ে পালিত হয় 'পিতৃ দিবস' বা 'ফাদার্স ডে' (Father's Day)।  পৃথিবী জুড়ে বিভিন্ন সময়ে এই দিন উদযাপন হলেও, জুন মাসের তৃতীয় রবিবার ভারতে পালিত হয়  'ফাদার্স ডে'। এই বছর এই বিশেষ দিনটি পড়েছে ১৯ জুন।
 

  • 2/10

আজকাল বেশীরভাগ বাবারাই টেক স্যাভি। তারা পছন্দ করেন এই দিনটি ছেলে-মেয়েরা বিশেষ ভাবে উদযাপন করুক। আবার অনেকে কর্মসূত্রে বা একাধিক কারণে বাবার থেকে দূরে থাকেন। তাই এই 'ফাদার্স ডে'-তে আপনার বাবা কিংবা পিতৃসমদের স্পেশাল অনুভূতি দিতে পারেন সামাজিক মাধ্যমের সাহায্যে। 
 

  • 3/10

তুমিই আমাকে শিখিয়েছ জীবনে শক্ত থেকে কীভাবে লড়াই করে যেতে হয়...আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব। হ্যাপি ফাদার্স ডে!
 

  • 4/10

বাবার কাছে আমি চিরঋণী। আমার জীবনের সমস্ত অর্জন তারই কাছ থেকে পাওয়া নৈতিকতা, বুদ্ধিমত্তা আর শারীরিক শিক্ষার ফল!  
 

  • 5/10

আমি চিরকাল তোমার হাতে হাত দিয়েই নিজেকে সবচেয়ে নিরাপদ পেয়েছি… ধন্যবাদ বাবা,সব সময় আমার পাশে থাকার জন্যে…
 

  • 6/10

আমি ভাগ্যবান যে তোমার মতো একজন বাবা পেয়েছি। অনেক ধন্যবাদ বাবা.. হ্যাপি ফাদার্স ডে!
 

  • 7/10

বাবা আমার কাঁধে যে হাত রেখে তুমি চিরকাল আমায় পথ দেখিয়ে এসেছ,সেটা চিরকালই আমার সঙ্গে থাকবে.. ভালোবাসা ও প্রণাম রইল।
 

  • 8/10

দুনিয়ার সব কিছু বদলে গেলেও, বাবার ভালোবাসা কখনও বদলায় না। পিতৃ দিবসের শুভেচ্ছা। 
 

  • 9/10

আমি ভাগ্যবান যে তোমার মতো একজন বাবা পেয়েছি। অনেক ধন্যবাদ বাবা.. হ্যাপি ফাদার্স ডে!
 

  • 10/10

তুমিই আমার সুপার হিরো! হ্যাপি ফাদার্স ডে, বাবা...
 

Advertisement
Advertisement