Advertisement

লাইফস্টাইল

Pumpkin Seeds Health Benefits: ওজন কমানো থেকে রক্তচাপ নিয়ন্ত্রণ! কুমড়োর বীজে রয়েছে দারুণ পুষ্টিগুণ

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 23 Feb 2022,
  • Updated 4:29 PM IST
  • 1/9

কুমড়ো এমন একটা সবজি যা বহু মানুষই খেতে পছন্দ করেন না। তবে এতে এমন কিছু পুষ্টিগুণ আছে, যা শরীরের একাধিক সমস্যা দূর করতে সহায়তা করে। 

  • 2/9

তবে শুধু কুমড়ো নয়, এই সবজির বীজ হল পুষ্টিগুণে সমৃদ্ধ। কুমড়োর বীজ এতটাই উপকারি যে, আপনার ডায়েটে এটি রাখলে শারীরের নানা উপকার হবে। আসুন বিস্তারিত জানা যাক। 

  • 3/9

কুমড়োর বীজে ম্যাগনেসিয়াম রয়েছে। এটি হার্টের জন্য খুবই উপকারী এবং হার্ট সক্রিয় থাকতে কাজে লাগে। 

  • 4/9

রক্তচাপ নিয়ন্ত্রণে কুমড়োর বীজ খুব ভাল কাজ করে। এছাড়াও এতে প্রচুর পরিমাণে জিঙ্ক আছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। 

  • 5/9

ঠাণ্ডা লাগা, সর্দি, কাশি, জ্বর এমনকী বিভিন্ন সংক্রমণ রোধে কুমড়োর বীজ যথেষ্ট উপকারী।

  • 6/9

 যারা ওজন কমাতে চান, তারা নিজেদের ডায়েটে এটি রাখতে পারেন। এটি ওজন কমাতে খুব ভাল কাজ করে। 

  • 7/9

যেহেতু এই বীজে জিঙ্কের পরিমাণ বেশি, এটি পুরুষদের জন্য খুবই উপকারী। প্রস্টেট গ্ল্যান্ডের জন্য কুমড়োর বীজ ভাল। 

  • 8/9

গবেষণা বলছে, কুমড়োর বীজ শরীরের ইনসুলিনের মাত্রা ব্জায় রাখতে কাজে লাগে। যা, ডায়বেটিসের জন্য কার্যকরী। 

  • 9/9

ঘুমানোর আগে কুমড়োর বীজ খাওয়া উপকারী। প্রয়োজনে এটি কোনও ফলের সঙ্গে আপনি খেতে পারেন। এই বীজ স্ট্রেস কমানোর পাশাপাশি, পর্যাপ্ত ঘুমে সাহায্য করে। 
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement