Advertisement

পশ্চিমবঙ্গ

Toy Train Vistadome Trip : কম খরচে টয় ট্রেন-ভিস্তাডোমে পাহাড় ঘুরুন, চালু হচ্ছে সামার ফেস্টিভ্য়াল

জয়দীপ বাগ
  • শিলিগুড়ি,
  • 23 Feb 2022,
  • Updated 10:51 PM IST
  • 1/10

Toy Train Vistadome Trip: হাতের নাগালে টয় ট্রেন সফর। ভিস্তাডোম কোচে চেপে পাহাড়ের সংস্কৃতিকে দেখার সুযোগ করে দিল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (DHR)।

আরও পড়ুন: কলকাতা মেডিক্যাল কলেজের চক্ষু চিকিৎসাকেন্দ্র ভাঙা পড়বে? প্রতিবাদ

  • 2/10

দার্জিলিঙে আসা পর্যটকদের জন্য সুখবর। কারণ এখন কম টাকায় টয়ট্রেনের সফর করতে পারবে পর্যটকরা। সেই সঙ্গে সামান্য টাকা ব্যয়ে অত্যাধুনিক কাঁচে মোড়া ভিস্তাডোম কোচে চেপে চাক্ষুস করা যাবে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যকে। পাশাপাশি পর্যটকদের আকর্ষণ বাড়াতে শুরু হচ্ছে সামার ফেস্টিভাল।

  • 3/10

পাহাড়ে ঘুরতে আসা পর্যটকদের ভ্রমণের তালিকায় বরাবরই থাকে ট্রেনে চেপে আঁকাবাঁকা পাহাড়ি পথে দার্জিলিং ভ্রমণ। কিন্তু মাঝেমধ্যে প্রাকৃতিক দুর্যোগের কারণে পর্যটকের ইচ্ছে থাকলেও উপায় হয় না। তাই পর্যটকদের কথা মাথায় সামান্য টাকায় টয় ট্রেনের রোমাঞ্চকর সফরকে চাক্ষুস করার সুযোগ করে দিচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। 

 

  • 4/10

পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে এখন থেকে শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত ট্রেনে দুটি প্রথম শ্রেণীর কোচের পরিবর্তে জোড়া হচ্ছে বাতানুকূলিত কোচ। সেই সঙ্গে থাকবে একটি ভিস্তাডোম কোচ। 

  • 5/10

অন্যদিকে, দার্জিলিং স্টেশন থেকে ঘুম হয়ে ফের দার্জিলিং স্টেশন পর্যন্ত জয় রাইড পরিষেবায় জুড়বে তিনটি ভিস্তাডোম কোচ। 

আরও পড়ুন: এ বাগানে প্রজাপতি পাখায়-পাখায় রং ছড়ায়...

 

  • 6/10

শুধু তাই নয় পর্যটকদের কাছে টয় ট্রেনের আকর্ষণকে আরও বাড়াতে এক ধাক্কায় কম করা হয়েছে ট্রেনের ভাড়া। জানা গিয়েছে আগে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত প্রথম শ্রেণির এসি কোচে ভাড়া ছিল মাথা পিছু ১,৭২০ টাকা। 

  • 7/10

এখন তা কমিয়ে ১,৫০০ টাকা করা হল। ফার্স্ট ক্লাস কোচে ১,৬০০ টাকা ছিল। এখন তা করা হল ১,৪০০ টাকা। অন্যদিকে, জয়রাইড পরিষেবা পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং আকর্ষণীয় ছিল। 

 

  • 8/10

তাই জয়রাইড পরিষেবায় সমস্ত কোচ ভিস্তাডোম করে একধাপে কমানো হয়েছে ভাড়া। আগে জয় রাইড (স্টিম ইঞ্জিন) ভাড়া ছিল ১,৬০০ টাকা এখন ভাড়া করা হয়েছে  মাথাপিছু ১,৫০০ টাকা। অন্যদিকে, ডিজেল ইঞ্জিনে জয় রাইডের ভাড়া করা হয়েছে ১,০০০ টাকা। 

  • 9/10

বুধবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করেন এনএফ রেলওয়ের কাটিহার ডিভিশনের এডিআরএম সঞ্জয় চিলওয়রওয়ার বলেন, "পর্যটকদের সুবিধার জন্য এবং টয় ট্রেনমুখী করতে ভাড়া কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

 

  • 10/10

এদিনের সাংবাদিক বৈঠকে তিনি আরও জানান, আগামী ১ মার্চ থেকে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের তরফে সামার ফেস্টিভ্যালের আয়োজন করা হচ্ছে। শিলিগুড়ি জংশন, কার্শিয়াং, ঘুম ও দার্জিলিং স্টেশনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সামার ফেস্টিভ্যাল আয়োজন করা হবে। স্টেশনগুলিতে স্থানীয় শিল্পীদের নিয়ে গান, নাচ সহ বেশকিছু অনুষ্ঠান করা হবে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement