Advertisement

লাইফস্টাইল

Raksha Bandhan Gifts 2021: রাখি পূর্ণিমায় আদরের ভাই -বোনকে দিন এই নতুনত্ব উপহারগুলি!

Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Aug 2021,
  • Updated 4:14 PM IST
  • 1/12

হিন্দুদের বারো মাসে তের পার্বণ। তার মধ্যে একটি অন্যতম উৎসব হল রাখি পূর্ণিমা (Rakhi Purnima)  বা রাখি বন্ধন Raksha Bandhan)। মূলত বোন -দিদিরা তাঁদের ভাইয়ের সুরক্ষার জন্যে হাতে রাখি বাঁধেন। তবে শুধু ভাই -বোনের মধ্যে এই উৎসব সীমাবদ্ধ নেই। যে কোনও ব্যক্তির মঙ্গল কামনায় তাঁদের হাতে রাখি বাঁধা যায়। গোটা ভারত জুড়ে উদযাপন হয় এই উৎসবের। 

  • 2/12

এই বছর রাখি পূর্ণিমা পড়েছে ২২ অগাস্ট, রবিবার। তাই এখনও পর্যন্ত রাখি বন্ধন উৎসব উপলক্ষে বিশেষ উপহার না কিনে থাকলে, এক নজরে দেখে নিন সহজে কী অভিনব উপহার দিতে পারেন আদরের ভাই - বোনকে। 
 

  • 3/12

কেক বেক করুন (Homemade Cake)

রাখি বন্ধনে সারপ্রাইজ দিতে বানাতে পারেন ভাই বা বোনের পছন্দের ফ্লেবারের কেক। অতিমারী পরিস্থিতিতে বাইরের থেকে জিনিস কম আনাই ভাল। তাই বাড়িতে কেক বেক করলে সেটি কম ক্ষতিকারক হবে।  
 

  • 4/12

সুগন্ধী মোম (Scented Candle) 

ভাল গন্ধ সকলেরই পছন্দ। তার সঙ্গে মোমের হলুদ আলো অনেকেরই প্রিয়। তাই রাখি পূর্ণিমায় উপহার দিতে পারেন সুগন্ধী মোম। সুগন্ধ ও আলোর মিশেলে তাঁর মন হয়ে উঠবে আনন্দময়। 
 

  • 5/12

ডিফিউজার (Diffuser)

সুগন্ধী মোম দিতে আপত্তি থাকলে, উপহার দিতে পারেন ডিফিউজার। এখনও অনেকেরই বাড়িতেই কাটছে বেশিরভাগ সময়। চারিদিকের সুগন্ধতে মনও থাকবে ভাল।  আর এসেন্সিয়াল ওয়েল শেষ হলেও চিন্তা নেই। পড়ে নতুন কোনও মন পসন্দ ফ্লেবারের তেল কিনে নিতে পারেন সহজেই।

  • 6/12

গাছ (Plant)

একঘেয়ে জিনিসের থেকে বেড়িয়ে, এই রাখি বন্ধনে  আপনার ভাই বা বোনের হাতে তুলে দিন গাছের চারা। সৌভাগ্য বয়ে নিয়ে আসে এরকম বিশেষ কোনও গাছ যেমন মানি প্ল্যান্ট, চাইনিজ ব্যাম্বু ও আরও নানাবিধ ছোট গাছ উপহারের কোনও বিকল্প নেই। সেই গাছের টবও বেছে নিতে পারেন সুন্দর কোনও ডিজাইনের। 

  • 7/12

কিট ব্যাগ (Kit Bag)

ছেলে-মেয়ে নির্বিশেষে সকলের প্রয়োজন হয় ট্রাভেল কিট ব্যাগ। বাজারে কিংবা অনলাইনে নিত্যনতুন রকমারি এই ধরণের ব্যাগ এখন পাওয়া যায়। যেখানে প্রয়োজনীয় এবং পছন্দসই জিনিস আপনি সহজেই গুছিয়ে রাখতে পারেন। এই জিনিসটি যেমন হবে কাজের, তেমনই সব সময় কাছে থাকবে এই উপহার। 

  • 8/12

বাড়িতে তৈরি চকোলেট (Homemade Chocolate)

শুভ দিন মানেই মিষ্টিমুখ। আর বিশেষ দিনগুলি চকোলেট ছাড়া যেন ভাবাই যায় না। তাছাড়া চকলেট পছন্দ করেন না, এরকম মানুষ খুবই বিরল। তাই এই বছরের রাখি বন্ধনে বাজার চলতি খুব খুব সাধারণ কোনও চকোলেট না কিনে, আদরের ভাই-বোনকে উপহার দিন বাড়িতে তৈরি চকোলেট। বিভিন্ন অ্যাপের মাধ্যমে একটু খোঁজ করলে আপনি সহজেই পেয়ে  যাবেন। এটি যেমন স্বাদে অতুলনীয় হয়, তেমনি স্বাস্থ্যের ক্ষয়ক্ষতির সম্ভাবনাও কম।
  

  • 9/12

পোষ্য (Pet)

আপনার বাজেট যদি একটু বেশি হয়, আর আপনারা যদি পশুপ্রেমী হন, তাহলে এই উপহার সেরা হতে পারে। আদরের কুকুর, বিড়াল কিংবা অন্য কোনও ছানা আপনার উপহার দিন। এতে যেমন তাঁর মন ভালো থাকবে, তেমনই আপনাদের ভালোবাসায় বাড়বে গভীরতা। 

  • 10/12

হেডফোন (Headphone)

যদি আপনার ভাই কিংবা বোন গান শুনতে ভালোবাসেন, তাহলে তাঁকে দিতে পারেন ব্লুটুথ কিংবা স্মার্ট হেডফোন। গান শোনা ছাড়াও এটা এমন একটা জিনিস যা, সব সময় কাজে লাগে। 

  • 11/12

স্মার্ট ওয়াচ (Smart Watch)

যারা গ্যাজেট ভালোবাসেন, তাঁদের জন্য স্মার্ট ওয়াচ খুব ভাল উপহার। প্রয়োজন ছাড়া এটা বর্তমানে ফ্যাশন অ্যাক্সেসরি হিসাবেও ব্যবহার করা হয়।  
 

  • 12/12

ডিজাইনার গয়না (Designer Jwellery)

সাজতে ভালোবাসেন না, এরকম মেয়ে খুব কমই আছে। তাই আদরের বোন -দিদিকে দিতে পারেন কোনও ট্রেন্ডি বা ডিজাইনার গয়না। নিঃসন্দেহে তাঁর পছন্দ হবে এটি।  

Advertisement
Advertisement