Advertisement

লাইফস্টাইল

Subho Noboborsho 1429 Wishes: বাংলা নববর্ষে ভার্চুয়াল শুভেচ্ছা জানান সকলকে! পাঠান এই মেসেজগুলি

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 15 Apr 2022,
  • Updated 8:15 AM IST
  • 1/10

সব বাঙালিরাই মুখিয়ে থাকেন পয়লা বৈশাখের দিকে। বাঙালিদের একটি গুরুত্বপূর্ণ উৎসব হল এই নববর্ষ। দেখে নিন এবারের নববর্ষে নিজের সোস্যাল মিডিয়া থেকে কী শুভেচ্ছা বার্তা শেয়ার করতে পারেন আপনি।  

  • 2/10

নতুন বছরের নতুন যাত্রা হয় যেন সুখ আর আনন্দময় ! এই কামনায় তোমাদের জানাই শুভ নববর্ষ!  

  • 3/10

তোমার সমস্ত কামনা পূর্ণ হোক। ঈশ্বরের ভালোবাসা তোমার জীবনে থাকুক। শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই। 

  • 4/10

নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত। সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো। শুভ নববর্ষ সকলকে।  

  • 5/10

নীল আকাশের মেঘের ভেলায়, ঘাসের উপর শিশির কণায়, প্রজাপতির রঙিন ডানায়, ফাল্গুনের ফুলের মেলায়, বৈশাখে তোমায় শুভেচ্ছা জানাই! 
 

  • 6/10

এসো হে বৈশাখ এসো এসো...আগামীটা সকলের ভাল কাটুক। নতুন বছরের শুভেচ্ছা।  
 

  • 7/10

নতুন সকাল, নতুন দিন, নতুন করে শুরু হোক সব। শুভ নববর্ষ ১৪২৯। 

  • 8/10

আশা করছি, এই নববর্ষ যেন তোমার জীবনের শ্রেষ্ঠ বছর হয়। তোমার সমস্ত প্রত্যাশা পূরণ এবং স্বপ্ন সত্যি হোক। শুভ নববর্ষ ১৪২৯। 
 

  • 9/10

হে নূতন, দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষণ... নববর্ষের শুভেচ্ছা সকলকে।

  • 10/10

বিদায় রাগিনী বাজিয়ে গেল জীর্ণ পুরনো বর্ষ। নববর্ষ আনবে সকল রকম হর্ষ। তোমাকে ও তোমার পরিবারকে জানাই নববর্ষের শুভেচ্ছা।

Advertisement
Advertisement