Advertisement

লাইফস্টাইল

মনের মানুষকে বিয়ে করতে চান? প্রস্তাব দেওয়ার আগে যেই বিষয়গুলি মাথায় রাখবেন

Aajtak Bangla
  • 17 Jan 2021,
  • Updated 12:29 PM IST
  • 1/7

 মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিয়ে। অপর একজন মানুষের সঙ্গে সারাজীবনের বন্ধন। সম্পর্কে থাকলেও বিয়ে ভেবে চিন্তে করা উচিত। জেনে নিন পছন্দের মানুষকে বিয়ের প্রস্তাব দেওয়ার আগে ঠিক কোন বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবেন।

  • 2/7

শান্তিপূর্ণ সম্পর্ক: 

দুজনের সম্পর্কে শান্তি রয়েছে নাকি প্রায়শই অশান্তি হয়?মনে কোনও রকম সংশয় থাকলে অবশ্যই বিয়ের প্রস্তাব দেওয়ার আগে ভাবুন। অনেক সময় মনে হয়, বিয়ে হলে সমস্যা দূর হবে। কিন্তু বাস্তবে হয় ঠিক তার বিপরীত। এমন অবস্থায় বিয়ের ভিত কখনোই মজবুত হয় না। যদি একে অপরের ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিন্ত থাকেন তবেই বিয়ের প্রস্তাব দেওয়া ভাল।

  • 3/7

অস্থির সম্পর্ক: 

সম্পর্ক যদি স্থিতিশীল না হয়ে ব্রেকআপ-পুনর্মিলনের মধ্য দিয়ে বেশি যায়, তাহলে কিন্তু বিয়ের পরও এ ধারা চলতে পারে। বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে সম্পর্কে স্থিতিশীলতা সবচেয়ে বেশি জরুরি।

  • 4/7

বিয়ের ব্যাপারে আলোচনা: 

আপনি ও আপনার সঙ্গী কি বিয়ের ব্যাপারে আলোচনা করেন? ভবিষ্যতে একসঙ্গে জীবন কাটানো নিয়ে চিন্তা-ভাবনা করেন? যদি না করে থাকেন তাহলে একে অপরকে বিয়ের প্রস্তাব দেওয়ার আগে চিন্তা করে দেখুন। 

  • 5/7

প্রাক্তন সম্পর্ক: 

 দু’জনেই প্রাক্তন সম্পর্ক থেকে সম্পূর্ণ বেরিয়ে এসেছেন তো? অনেক সময়ই জীবনে নতুন সম্পর্কে জড়ালেও আগের ভেঙে যাওয়া সম্পর্কের প্রভাব থেকে যায়। বিয়ের ভিত মজবুত করতে পুরানো সম্পর্ক থেকে বেরিয়ে আসা খুবই দরকার। যদি এখনও আগের সম্পর্ক আপনাদের নাড়া দেয়, তাহলে আরও কিছুদিন সময় নিন। 
 

  • 6/7

দায়িত্ব: 

বিয়ে মানেই নতুন দায়িত্ব। বাবা-মায়ের ছত্রছায়া থেকে অনেকে বেরিয়ে আসতে পারেন না। তাই বিয়ের প্রস্তাব দেওয়ার আগে দু’জনেই অবশ্যই ভেবে দেখুন নিজেদের সঙ্গে একে অপরের দায়িত্ব নিতে প্রস্তুত কি না।

  • 7/7

আর্থিক নিরাপত্তা:

বিয়ের সঙ্গে নতুন জুড়ে যাওয়া দায়িত্বগুলির মধ্যে সবচেয়ে বড় হল আর্থিক দায়িত্ব। বিয়ের আগে অনেকেরই আর্থিক স্থিতিশীলতা তেমন ভাবে থাকে না। তাই বিয়ের আগে নিজেদের আর্থিক অবস্থা সম্পর্কে সচেতনতা এবং পরিকল্পনামাফিক গুছিয়ে নেওয়া দরকার। পরস্পরের আর্থিক অবস্থা নিয়ে খোলাখুলি কথা বলুন। দুজনেই উপযুক্ত হলে তারপরই বিয়ের সিদ্ধান্ত নিন।

Advertisement
Advertisement