Advertisement

লাইফস্টাইল

Rose Day 2023 : রাত পোহালেই রোজ ডে, কাকে কোন রঙের গোলাপ দিয়ে ইমপ্রেস করবেন?

Aajtak Bangla
  • দিল্লি,
  • 06 Feb 2023,
  • Updated 6:19 PM IST
  • 1/7

ভ্যালেন্টাইনস উইক (Valentine Week 2023) শুরু হয় ৭ ফেব্রুয়ারি রোজ ডে (Rose Day 2023) দিয়ে। এই দিনে, প্রেমিক প্রেমিকারা একে অপরকে গোলাপ দেন। মনে রাখবেন, কাউকে বিশেষ রঙের গোলাপ দিয়ে মনের ভাব প্রকাশ করা যায়। কারণ একেক রঙের গোলাপের অর্থ একেক রকম। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন রঙের গোলাপ কী বলে।

  • 2/7

১. বেশিরভাগ মানুষেরই লাল গোলাপ সবচেয়ে প্রিয়। এটি প্রেম এবং আবেগের প্রতিনিধিত্ব করে। অর্থাৎ যাঁকে ভালোবাসেন তাঁকে লাল রঙের গোলাপ দিন।

  • 3/7

২. গোলাপী গোলাপ প্রশংসার প্রতীক। যদি কারও প্রশংসা করতে চান, তাহলে তাঁকে একটি গোলাপী রঙের গোলাপ দিয়ে তাঁর দিনটিকে সুন্দর করে তুলুন।

  • 4/7

৩. কমলা গোলাপ কারও জন্য অপরিমেয় আবেগের কথা বলে। আপনার প্রিয় কাউকে উপহার দিন এবং তাঁকে জানান যে আপনি তাঁকে নিয়ে কতোটা ভাবেন।
 

  • 5/7

৪. সাদা গোলাপ সরলতার প্রতীক। এটি সাধারণত বিয়ের অনুষ্ঠানের সময় উপহার দেওয়া হয়। যে কাউকে সাদা গোলাপ দিতে পারেন।
 

  • 6/7

৫. যদি কাউকে ভালোবাসেন তাহলে তাঁকে পিচ রঙের গোলাপ উপহার দিন। কারণ এর অর্থ হল, আপনি তাঁকে খুবই ভালবাসেন কিন্তু মনের কথা বলতে লজ্জা পাচ্ছেন।

  • 7/7

৬. হলুদ গোলাপ আজীবন বন্ধুত্বের প্রতিশ্রুতির কথা বলে। যদি কোনও মেয়ে বা ছেলে আপনার ভাল বন্ধু হয়, তাহলে তাঁকে হলুদ গোলাপ দেওয়া যেতে পারে।


আরও পড়ুন - জিমে না গিয়েও হুড়মুড়িয়ে কমবে ওজন, শুধু ব্রেকফাস্ট করুন এই সময়

Advertisement
Advertisement