Advertisement

লাইফস্টাইল

Vastu Tips: টাকার প্রবল অভাব! বাড়িতে যেখানে সেখানে চটি-জুতো পরে ঘুরছেন না তো?

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 07 Jan 2022,
  • Updated 12:08 PM IST
  • 1/6

বাস্তু মতে, অনেক কিছুই আমাদের ভাগ্য নির্ধারণের পিছনে কারণ হয়ে দাঁড়ায়। বাস্তুর সঠিক প্রয়োগ সৌভাগ্য বয়ে আনে বলে মত। 
 

  • 2/6

ঘরে জুতো ও চপ্পল খুলে রাখার কিছু নিয়ম আছে। এগুলিকে উপেক্ষা করলে অনেক ধরনের আর্থিক সমস্যা ঘিরে ধরে।
 

  • 3/6

বাস্তু মতে, ভাগ্য কোথাও না কোথাও জুতো এবং চপ্পল দ্বারা প্রভাবিত হয়। জুতো নিয়ে কী কী গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে?
 

  • 4/6

বাস্তু অনুসারে,জুতো ও স্লিপারও দিন দেখে কেনা উচিত। ঘরের গুদামে জুতো ও চপ্পল পরা করা থেকে বিরত থাকতে হবে।
 

  • 5/6

বাড়ির রান্নাঘরও মা অন্নপূর্ণার স্থান বলে মনে করা হয়। সেখানেও জুতো-চপ্পল পরা উচিত নয়।
 

  • 6/6

পুরনো জুতো ও চপ্পল ফেলে না দিয়ে কাউকে দান করাই ভালো। তবে তাও সঠিক দিন দেখে করা উচিত। তা না করলে কোনও ক্ষতি হতে পারে।
 

Advertisement
Advertisement