Advertisement

লাইফস্টাইল

বধিরতা থেকে প্রবল ব্যথা! ভায়াগ্রার Side Effect ভয়ঙ্কর হয়ে উঠতে পারে

Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 21 Aug 2021,
  • Updated 12:52 PM IST
  • 1/10

বিশ্বের বিভিন্ন দেশে এর কদর রয়েছে। সেক্সে পারফর্ম্যান্স আরও ভাল করতে ব্যবহার করা হয় ভায়াগ্রা (Viagra)। এই ওষুধ পুরুষদের যৌনক্ষমতা বৃদ্ধিতে কাজে লাগে। যাঁদের যৌন ক্ষমতা কম, তাঁদের এই ওষুধ খাওয়ার পরামর্শ দেন চিকিৎসেকরা।

ছবি: গেটি ইমেজেস

  • 2/10

তবে চিকিৎসকেরা ভায়াগ্রা (Viagra) ব্যবহার করা নিরাপদ নয় বলে মনে করেন। এটা কি আপনার জানা আছে? 

ছবি: গেটি ইমেজেস

  • 3/10

ভায়াগ্রা ব্যবহারকারীরা বেশ কিছু অভিযোগ তুলেছেন। বিভিন্ন রকমের অভিযোগ রয়েছে তাঁদের। এর মধ্যে রয়েছে তাঁদের কানের সমস্যা তৈরি হওয়া। অনেকে কানে কম শুনছেন বলে দাবি করেছেন। 

ছবি: গেটি ইমেজেস

  • 4/10

ব্রিটেনের একদল মানুষ জানিয়েছেন, তাঁরা ভায়াগ্রা (Viagra) খাওয়ার পর বেশ কিছু সমস্যার মুখোমুখি হয়েছেন। ওই ওষুধ খাওয়ার ৫ বছর পর তাঁরা সমস্যায় পড়েন।

ছবি: গেটি ইমেজেস

  • 5/10

প্লেবয় বস থেকে বিখ্যাত হওয়া হিউ হফনার একবার দাবি করেছিলেন, তিনি প্রচুর ভায়াগ্রা (Viagra) ব্যবহার করেছেন। আর সে কারণে তিনি বধির হয়ে গিয়েছেন। ২০১৭ সালে ৯১ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।

ছবি: গেটি ইমেজেস

  • 6/10

বাকি যে পার্শ্বপ্রতিক্রিয়া বলেছেন, এটি তার মধ্যে অন্যতম। যাঁরা বেডরুমে নিজেদের পারফরম্যান্স ভাল করতে এই ওষুধ কাজে লাগিয়েছিলেন। ভায়াগ্রা ব্যবহারকারী জানাচ্ছেন, ওই ওষুধ ব্য়বহারের পর তাঁদের গোপনাঙ্গে সমস্যা দেখা দিয়েছিল। এমন ৩ জন রয়েছেন যাঁরা এই অভিযোগ করছেন। আবার অনেকে অভিযোগ করেছেন, বেশ কয়েক ঘণ্টা ব্যথা ছিল। 

ছবি: গেটি ইমেজেস

  • 7/10

একটা রিপোর্টে বলা হয়েছে, ভায়াগ্রার জেনেরিক ভার্সন সিল্ডোনাফিলের কারণে এই অবস্থা। ৫৪৩টি এমন ঘটনার কথা জানা যায়। এই সংখ্যা ২০১৭ সালের পর থেকে পাওয়া গিয়েছে। যখন ওষুধের দোকান থেকে ওষুধ কেনার নিয়মে বদল আনা হয়েছিল।

ছবি: গেটি ইমেজেস

  • 8/10

তবে এর পাশাপাশি ভায়াগ্রা ব্যবহারকারীরা আরও অভিযোগ তুলেছেন। এর মধ্যে রয়েছে বমি, কোমরে ব্যথা, স্মৃতিশক্তি কমে যাওয়া। 

ছবি: গেটি ইমেজেস

  • 9/10

ভায়াগ্রা ব্যবহার করেছেন, এমন এক ব্যক্তি জানিয়েছেন, ওই ওষুধ (Viagra) খাওয়ার পর চোখে প্রভাব পড়েছিল। তাঁর দৃষ্টিশক্তি খারাপ হয়ে গিয়েছিল। ওই ওষুধ খাওয়ার পর সব জায়গায় নীল রঙ দেখতে পেতেন তিনি।

ছবি: গেটি ইমেজেস

  • 10/10

ফ্রন্টিয়ার ইন নিউরোলজিতে একটি রিপোর্ট প্রকাশিত হয়। সেখানে বলা হয়েছে, ভায়াগ্রা (Viagra) ব্যবহারের পর এই সমস্যা দেখা দেওয়ার পরের পর্ব আরও মারাত্মক। তখন মানুষ রঙের ফারাক করতে পারেন না। নিয়মিত হেভি ডোজ নিলে মানুষ দৃষ্টিশক্তি হারাতে পারেন।

ছবি: গেটি ইমেজেস

Advertisement
Advertisement