Advertisement

লাইফস্টাইল

Mariegold Care: টবের গাছে উপচে পড়বে গাঁদা, টিপস দিলেন ফুলচাষি

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Dec 2025,
  • Updated 3:20 PM IST
  • 1/10

কুয়াশা ও হিম পড়লেই গাঁদা গাছ শুকিয়ে যেতে শুরু করে। তাই শীতের মরসুমে গাঁদা গাছকে সবুজ ও ফুলে ভরা রাখতে কয়েকটি বিশেষ যত্নের টিপস জেনে নিন।
ছবি: পিক্সাবে

  • 2/10

গাঁদার নতুন চারা লাগানোর সময় খেয়াল রাখবেন, মাটি যেন খুব শক্ত বা অতিরিক্ত ভেজা না হয়।
ছবি: আনস্প্ল্যাশ

  • 3/10

গাঁদা গাছ রোদ খুব পছন্দ করে। এমন জায়গায় রাখুন, যেখানে প্রতিদিন অন্তত ৬ থেকে ৭ ঘণ্টা রোদ আসে। পর্যাপ্ত রোদ পেলে গাছ সবুজ ও সতেজ থাকে।
ছবি: পিক্সাবে

  • 4/10

গাঁদা গাছে প্রতিদিন জল দেওয়া উচিত নয়। মাটির উপরিভাগ শুকনো দেখালে তবেই জল দিন।
ছবি: পেক্সেলস

  • 5/10

গাছের গোড়া যেন না পচে। সকালবেলাতেই গাছে জল দিন।

  • 6/10

গাছের বৃদ্ধির জন্য সর্ষের খোল খুবই উপকারী।  

  • 7/10

শুকিয়ে যাওয়া ফুল ও গাছের হলুদ পাতা নিয়মিত ছেঁটে ফেলুন। ছবি: পেক্সেলস

  • 8/10

এ ভাবে নিয়মিত যত্ন নিলে গাঁদা গাছে একটানা ফুল ফুটতে থাকবে।

  • 9/10

গাঁদা গাছ রোদ খুব পছন্দ করে। এমন জায়গায় রাখুন, যেখানে প্রতিদিন অন্তত ৬ থেকে ৭ ঘণ্টা রোদ আসে। পর্যাপ্ত রোদ পেলে গাছ সবুজ ও সতেজ থাকে।
 

  • 10/10

শীতকালে গাঁদা গাছে প্রতিদিন জল দেওয়া উচিত নয়। মাটির উপরিভাগ শুকনো দেখালেই জল দিন।
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement