Advertisement

লাইফস্টাইল

World's 7 Scariest Restaurants: দুনিয়ার ৭ ভয়ঙ্কর রেস্তরাঁ! জীবন বিমা না করিয়ে যাবেন না

Aajtak Bangla
Aajtak Bangla
  • 19 Feb 2022,
  • Updated 4:59 PM IST
  • 1/8

রেস্তরাঁয় সুস্বাদু রসনার স্বাদ লেগে থাকে জিভে। নানা থিমে রেস্তরাঁ রয়েছে দেশ-বিদেশে। কিন্তু রেস্তরাঁয় ভয়ের পরিবেশে খাবার খেয়েছেন? তেমনই কিছু রেস্তরাঁ রয়েছে দেশ-বিদেশে। 

  • 2/8

ডিনার ইন স্কাই (বেলজিয়াম)- ১৬০ ফুট উঁচুতে ভাসমান রেস্তরাঁ।  ফুরফুরে হাওয়ায় ভেসে রসনাতৃপ্তি করেন মানুষ। ২২ জনকে সিট বেল্ট বেঁধে ১৬০ ফুট উঁচুতে নিয়ে যাওয়া হয়। সেখানে গোটা শহরকে দেখতে পান গ্রাহকরা। তবে বিপদ তো বলে কয়ে আসে না! তাই গ্রাহকরা বিমা পলিসি করে উঁচুতে ওঠেন।

  • 3/8

দ্য নিউ লকি রেস্তরাঁ- 'মৃত লোকের সঙ্গে খানাপিনা' বললে অত্যুক্তি হয় না। কয়েক ডজন পাথরের কফিন রয়েছে এই রেস্তোরাঁয়। যা স্টিলের রেলিং দিয়ে ঘেরা। ১৬ শতকে এক সন্তের অনুগামীদের কফিন বলে জনশ্রুতি রয়েছে। এখানে দারুণ পালক পনীর পাওয়া যায়।

  • 4/8

ডান্স লে নয়্যার (নিউইয়র্ক)- নিকষ অন্ধকারে খাওয়ার চেয়ে ভয়ঙ্কর আর কী হতে পারে! নিউইয়র্কের এই রেস্তরাঁয় আলো জ্বালানো যায় না। এমনকি ফোনও সঙ্গে নিতে পারেন না গ্রাহকরা। অন্ধকারে খেতে হবে গ্রাহকদের। এমনকি টেবিলের ওপারে অপরিচিত কেউও থাকতে পারে। 

  • 5/8

ফোর্টেজা মেডিসিয়া (ইতালি)- ২০০৭ সাল থেকে ইতালিতে চালু রয়েছে এই রেস্তরাঁ। দুর্গটি তৈরি হয়েছিল ১৪৭৪ সালে। আস্ত জেলখানা এটি। খাবার তৈরি করেন জেলের কয়েদিরা। তাঁদের পুনর্বাসনের জন্য রেস্তরাঁ হিসেবে ব্যবহার করা হয় এই জেলখানাটিকে। ফলে দাগী অপরাধীদের হাতের খাবার খেতে হয় গ্রাহকদের। সুরক্ষার জন্য প্লাস্টিকের বাসনে দেওয়া হয় খাবার।  সুস্বাদু খাবারের সঙ্গে পিয়ানোর সুরও কানে ভেসে আসে।    এতটাই জনপ্রিয় এই রেস্তরাঁ যে কয়েক সপ্তাহ আগে বুকিং না করলে আসন পাবেন না।

  • 6/8

নায়োতাইমোরি (জাপান)-  জাপানের রাজধানী টোকিও শহরে এই রেস্তরাঁ বেশ জনপ্রিয়। খাবারকে এক সুন্দরীর আকার দেওয়া হয়। আর চামচ-কাঁটা চামচের পরিবর্তে থাকা হাসপাতালে দেহ কাটার ছুরি। এই ছুরি দিয়েই খাবার খেতে হয়। সত্যিকারের না হলেও মানব দেহের প্রতিটি অংশ এভাবে কেটে খাওয়া! বেশ ভয়ঙ্করই।         

  • 7/8

মগ হাউস পাব (ইংল্যান্ড)- করবস্থান পেরিয়ে যেতে হয় এই রেস্তরাঁয়। এভাবেই কবরের মাঝে খাবার খেতে হয়। মাঝে মাঝে বিকট শব্দও নাকি শোনা যায়!

  • 8/8

ডিজাস্টার ক্যাফে (স্পেন)- ভূমিকম্পের মধ্যে খাওয়া! আজ্ঞে হ্য়াঁ। রাতে ৭.৮ তীব্রতার কৃত্রিম কম্পন করানো হয়। সেই কম্পনের মাঝেই খান গ্রাহকরা। খাবার ও মদ পাঠানো হয় ড্রোনের মাধ্যমে।      

Advertisement
Advertisement