Advertisement

স্পেশাল

Biggest Currency Of The World: পৃথিবীর সবচেয়ে বড় নোট ছাপার তালিকায় কারা রয়েছে? রইল লিস্ট Photos

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 22 May 2023,
  • Updated 5:53 PM IST
  • 1/7

Biggest Currency Of The World: ভারতে ২০০০ টাকার নোট সার্কুলেশন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই গোলাপি নোট এখন দেশে সবচেয়ে বড় অংকের টাকা ছিল। এটি বন্ধ হওয়ার পর সবচেয়ে বড় নোট এখন ৫০০ টাকা। কারণ ৮ নভেম্বর ২০১৬ সালে হওয়া নোটবন্দির সময় এক হাজার টাকার নোটও বন্ধ করে দেওয়া হয়েছে। যার নতুন করে আর শুরু করা হয়নি।

  • 2/7

ভারতের সবচেয়ে বড় টাকা ২০০০ টাকার নোট ভারতীয় রিজার্ভ ব্যাংক ক্লিন নোট পলিসি নীতি অনুযায়ী বড় সিদ্ধান্ত নিয়ে বন্ধ করে দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক এর দাবি অনুযায়ী বাজারে যে পরিমাণ ২০০০ টাকার নোট আছে তা জুলাইয়ে ৩০ তারিখ পর্যন্ত ফিরিয়ে নেওয়া হবে। যাদের কাছে টাকা গুলি আছে তারা ব্যাংকে জমা দিয়ে খুচরো টাকা নিয়ে যেতে পারবে। এই মুহূর্তে ৩ লাখ ৬২ হাজার লক্ষ কোটি টাকা ২০০০ টাকার নোট বাজার রয়েছে। এই নোট ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া ২৩ মে, মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে এবং আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস একটি প্রেস কনফারেন্সে আশা করেছেন যে এর মধ্যে বেশিরভাগ নোট ৩০ সেপ্টেম্বর চলে আসবে।

  • 3/7

ভারতে একসময় চালু ছিল ১০০০০ টাকার নোট

তবে ২ হাজার টাকাই ভারতের ইতাহাসের সর্বোচ্চ টাকা নয়। ইতিহাসে এর চেয়েও বড় নোট একসময় দেশে চালু ছিল। সেই নোটের মূল্য ছিল ১০০০০ টাকা। এই নোটটি ১৯৩৮ সালে ছাপা হয়েছিল। কিন্তু এটি জানুয়ারি ১৯৪৬ সালের ডিমনিটাইজ করে দেওয়া হয়। ১০ হাজার টাকার নোট ফের ১৯৫৪ সালে চালু করা হয়। কিন্তু ১৯৭৮ সালে এটি ফের বন্ধ করে দেওয়া হয়েছে।

  • 4/7

বিশ্বে সবচেয়ে বড় নোট ভেনেজুয়েলায় রয়েছে

মূল্যবৃদ্ধির সমস্যায় পর্যুদস্ত দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা এই লিস্টে সবচেয়ে উপরে রয়েছে এই দেশে সবচেয়ে বেশি ভ্যালুয়েবল নোট কত জানেন ১০ লক্ষ টাকা। যা ১ মিলিয়ন বলে ছাপা হয়। এর আগে সরকার অক্টোবর ২০২১-এ ১ লাখ বলিভার এর নোট ছেপেছিল। আর্থিক পরিস্থিতি ভালো না হওয়ায সত্ত্বেও ভেনেজুয়েলা বড় নোট ছাপার তালিকায় সবচেয়ে শীর্ষে রয়েছে।

  • 5/7

চিনে সবচেয়ে বড় মূল্যের নোট কত?

চিনের অর্থ ব্যবস্থা দ্বৈত মুদ্রা প্রণালীর উপর নির্ভর করে। চিনের কারেন্সি আরএমবি ব্যবহার করা হয় চিনের ঘরোয়া লেনদেনের জন্য। যেখানে চিনে ইউয়ান এর ব্যবহার করা হয় অন্য দেশের সঙ্গে আন্তর্জাতিক লেনদেনের জন্য। চিনের সবচেয়ে বড় কারেন্সি নোট এর কথা বলতে গেলে আরএমবি নোটের কথা বলতে হয়। ১২ মূল্যের জারি করা রয়েছে। এর মধ্যে ১, ৫, ১০, ২০, ৫০, ১০০, ৫ হাজার, ১০ হাজার এবং ৫০ হাজার, এবং ৫ লক্ষ ইউয়েন সামিল রয়েছে। চিনে সবচেয়ে বড় কারেন্সি নোট ৫ লক্ষের।

  • 6/7

পাকিস্তানের বড় ৫০০০ টাকা

ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক সংকটের মুখে ধুঁকতে থাকা পাকিস্তানের কথা বলতে গেলে দেশে সবচেয়ে বড় মূল্যের নোট হল ৫০০০ টাকা। দেশে ২০০৫ সালে ৫ হাজার টাকার নোট বাজারে চালু করা হয় এবং তা এখনও চালু রয়েছে। যদিও ফাইনান্সিয়াল ক্রাইসিস এর মধ্যে সমস্ত অর্থনীতিবিদরা এটি বন্ধ করার প্রস্তাব দিয়েছেন। পাকিস্তান স্টেট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী তারা ৫ টাকা, ১০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা ৫০০ টাকা, ১০০০ টাকা এবং ৫০০০ টাকার নোট চালায়।

 

  • 7/7

আর্জেন্টিনা লাগাতার ছেপে চলেছে বড়নোট 

দেশে লাগাতার মূল্য বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধির মধ্যে মেসি-মারাদোনার দেশ আর্জেন্টিনা একটি বড় নোট জারি করার প্রস্তুতি নিয়েছে। এই নতুন কারেন্সি নোট ২০০০ পেসো হবে। এই প্রস্তুতি চলছে। এই নোটের দাম আমেরিকার মুদ্রায় ১১ ডলারের সমান হবে।

Advertisement
Advertisement