Advertisement

স্পেশাল

Gold Reserve List Of The World: সবচেয়ে বেশি সোনা কোন দেশের কাছে, গোল্ড রিজার্ভে কত নম্বরে ভারত ?

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 14 May 2023,
  • Updated 6:25 PM IST
  • 1/10

Gold Reserve List Of The World: ভারতের কাছে কত সোনা স্টক করা আছে? এই প্রশ্ন আমাদের মধ্যে নিশ্চয়ই কখনও না কখনও ঘুরপাক খেয়েছে। কোন দেশের কাছে সবচেয়ে বেশি শোনা আছে তা জানা আছে কি? আসুন আমরা জানার চেষ্টা করি।

  • 2/10

গোল্ড এর দাম গত কিছু মাস থেকে উর্ধুমুখী মন্দার এখনকার মধ্যে সোনার দাম বেড়ে চলেছে।

  • 3/10

সব দেশের সেন্ট্রাল ব্যাঙ্ক গোল্ড জমা রাখতে পারে। সোনার ব্যবহার হ্যাজ ফান্ডের হিসেবে করা যায়।

  • 4/10

ওয়ার্ল্ড এবং স্ট্যাটিসটিক্স টুইটারে গোটা পৃথিবীর সোনার রিজার্ভের লিস্ট জারি করেছে।

  • 5/10

পরিসংখ্যান অনুযায়ী পৃথিবীর সবচেয়ে বেশি সোনার ভান্ডার আমেরিকার কাছে রয়েছে। তাদের কাছে ৮১৩৩ মেট্রিক টন গোল্ড রয়েছে।

  • 6/10

আমেরিকার পর সবচেয়ে বেশি সোনা জমা করা আছে জার্মানির কাছে। তাদের কাছে ৩৩৫৫ মেট্রিক টন গোল্ড রয়েছে।

  • 7/10

২৪৫২ মেট্রিক টন গোল্ড রিজার্ভের সঙ্গে ইটালি তৃতীয় স্থানে এবং ২২৯৯ মেট্রিক টন গোল্ড রিজার্ভের সঙ্গে ফ্রান্স চতুর্থ নম্বর রয়েছে।

  • 8/10

চিনের কাছে ২০১১ টন গোল্ড রিজার্ভ রয়েছে সুইজারল্যান্ডের কাছে ১০৪০ টন এবং জাপানের কাছে ৮৪৬ টন রিজার্ভ আছে।

  • 9/10

এই লিস্টে ভারত নবম স্থানে রয়েছে। ভারতের কাছে ৭৮৭ টন গোল্ড রিজার্ভে রয়েছে। গোল্ড রিজার্ভের মাত্রা কম বেশি হতে থাকে।

 

  • 10/10

ভারতের পর এই লিস্টে নেদারল্যান্ড, তুর্কি, সৌদি আরব, ইউকে, স্পেন, পোল্যান্ড, সিঙ্গাপুর, ব্রাজিল এবং সুইডেন আছে।

Advertisement
Advertisement