বেলুনে বেঁধে নিজের ছোট্ট পোষ্য কুকুরকে আকাশে উড়িয়ে বিপাকে পড়লেন ইউটিউবার গৌরব জন। গ্যাস বেলুনে বেঁধে নিজের পোষ্য ডলার-কে হাওয়ার ওড়ান গৌরব। সেই ভিডিও সোশাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়।
ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে PFA সংস্থারও চোখে পড়ে। তারাই অ্যানিম্যাল ক্রুয়েলটির অভিযোগ দায়ের করেন। তার জেরেই গ্রেফতার করা হয় গৌরব-কে।
গৌরব এবং তাঁর মায়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮, ২৬৯, ৩৪ এবং অ্যানিম্যাল ক্রুয়েলটির ধারায় মামলা রুজু করা হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে পোষ্যকে পার্কে নিয়ে যান গৌরব। সেখানে হাইড্রোজেন গ্যাস ভরতি বেশ কয়েকটি বেলুন বেঁধে দেন পোষ্যের গায়ে। তার হাওয়ায় ছুঁড়ে দেন তাকে।
হাইরাইজের পাশে দাঁড়িয়ে পোষ্যকে উপরে ছুঁড়ে দেন গৌরব। বিল্ডিংয়ের উপরে দাঁড়িয়ে থাকা কয়েক জন ডলারকে ধরেও ফেলেন সে সময়।
ঘটনা প্রকাশ্যে আসতেই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে মুছে দেন গৌরব। কিন্তু তত ক্ষণে সোশাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।