Advertisement

খেলা

Harmanpreet Kaur Net Worth: বাংলো থেকে বিলাসবহুল বাড়ি, ভিন্টেজ জিপ; হরমনপ্রীতের কত টাকার সম্পত্তি জানেন?

Aajtak Bangla
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 03 Nov 2025,
  • Updated 6:53 PM IST
  • 1/9

রবিবার রাতে স্বপ্নপূরণ হয়েছে ভারতবাসীর। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ জিতেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন দল প্রথমবারের জন্য এই ট্রফি হাতে তুলে নিল।

  • 2/9

ট্রফি জয়ের পর থেকেই শিরোনামে উঠে এসেছেন হরমনপ্রীত। ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার দারুণ অধিনায়কত্ব করার পাশাপাশি ব্যাটেও রান করছেন।

  • 3/9

এই সময় তাঁর সম্পত্তি সম্পর্কে জানার আগ্রহও বেড়েছে। যতদূর খবর, মুম্বই ও পাটিয়ালায় একাধিক সম্পত্তি রয়েছে হরমনপ্রীতের। (ছবি- ফেসবুক)

  • 4/9

ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়কের ২০২৪-২৫ অর্থবর্ষে ২৫ কোটির সম্পত্তি রয়েছে বলেই খবর। (ছবি- ফেসবুক)

  • 5/9

এটা তাঁর সব ধরনের ক্রিকেট এবং ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে করা আয় যোগ করে হিসেব করা হয়েছে। মাথায় রাখতে হবে, ভারতীয় দলের অধিনায়ক হওয়ার পাশাপাশি WPL-এ মুম্বই ইন্ডিয়ান্স দলেরও নেতৃত্ব দেন তিনি।

  • 6/9

ভারতীয় বোর্ডের এ ক্যাটাগরিতে রয়েছেন হরমনপ্রীত। তিনি প্রতিবছর ৫০ লক্ষ টাকা স্যালারি পান বোর্ডের থেকে। পাশাপাশি ১৫ লক্ষ টাকা পান প্রতিটা টেস্ট ম্যাচ খেলার জন্য। একদিনের ম্যাচের জন্য ৬ লক্ষ এবং টি২০ ম্যাচের জন্য পান। (ছবি- ফেসবুক)

  • 7/9

তিনি WPL খেলার জন্য প্রতি সিজনে পান ১.৮০ কোটি টাকা। পাশাপাশি শুধু ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে ৪০ থেকে ৫০ লক্ষ টাকা কামান। ব্র্যান্ড কমার্শিয়াল শ্যুটের জন্য ১০ থেকে ১২ লক্ষ টাকা পান। (ছবি- ফেসবুক)

  • 8/9

HDFC Life, ITC, Boost, CEAT, PUMA, TATA Safari, Asian Paints, Jaipur Rugs, The Omaxe State-এর মতো ব্র্যান্ডের প্রোমোশন করেন।

  • 9/9

এই মহিলা ক্রিকেটারের মুম্বই থেকে পাটিয়ালাতে বাংলো এবং বিলাসবহুল বাড়ি রয়েছে। পাশাপাশি কালেকশনে রয়েছে বাইক, গাড়ি থেকে শুরু করে ভিন্টেজ জিপ। (ছবি- ফেসবুক)

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement