Advertisement

ফুটবল

FIFA World Cup 2022 Closing Ceremony: বিশ্বকাপের 'আশ্চর্য' সমাপ্তি অনুষ্ঠান, লুসাইল স্টেডিয়াম যেন 'স্বপ্নের দেশ', দেখুন

Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 19 Dec 2022,
  • Updated 9:33 AM IST
  • 1/10

ফ্রান্সকে হারিয়ে ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2022) জিতল আর্জেন্টিনা (Argentina)। রবিবার রাতে ট্রাইব্রেকারে ফ্রান্সকে (France) ৪-২ গোলে হারিয়েছে মেসিরা। 

  • 2/10

ম্যাচ শুরুর আগে  হয় জমজমাট ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২-র সমাপ্তি অনুষ্ঠান। কাতারের লুসাইল স্টেডিয়াম রঙিন হয়ে উঠল। আলোয় আলো সেজে উঠেছিল চারপাশ। একের পর এক তারকাদের বর্ণাঢ্য অনুষ্ঠান।

  • 3/10

মঞ্চ মাতান বলিউডি অভিনেত্রী নোরা ফতেহি (Nora Fatehi)। আরেক বলিউড তারকা দীপিকা পাডুকোন (Deepika Padukone) বিশ্বকাপের ট্রফির উন্মোচন করেন। ভারতের দুই ডিভার পারফরম্যান্সে মেতে উঠল স্টেডিয়ামে থাকা দর্শকরা।

  • 4/10

সমাপ্তি অনুষ্ঠান শুরু হয় কাতার বিশ্বকাপের  থিম গান ‘লাইট দ্য স্কাই’ '-এর মধ্যে দিয়ে। কালো পোশাক, কালো স্টকিংসে নোরা ফতেহি যেন বিদ্যুতের ঝিলিক। তাঁর সঙ্গী ছিলেন বাল্কিস, রহমা রিয়াদ এবং মানাল।

  • 5/10

  • 6/10

এরপর একের পর এক তারকাদের নজরকাড়া পারফরম্যান্স শুরু হয়।   নাচে-গানে, আলোর মেলায় রঙিন হয়ে উঠল স্টেডিয়াম। এককথায় জমজমাট বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠান।

  • 7/10

স্টেডিয়াম জুড়ে রং বেরঙের আলোতে চোখ ধাঁধিয়ে যায় দর্শকদের। এই আলোর মেলা আলাদা মাত্রা যোগ করে দিয়েছে সমাপ্তি অনুষ্ঠানে।

  • 8/10

বিশ্বকাপ শেষ হলেও সমাপ্তি অনুষ্ঠানের ঘোর কাটিয়ে উঠতে পারছেন না দর্শকরা। 

  • 9/10

 নাচে-গানে, আলোর মেলায় রঙিন হয়ে উঠল স্টেডিয়াম। এককথায় জমজমাট বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠান।

  • 10/10

রঙিন কাতারে কোথাও একটু মন খারাপও ফুটবল প্রেমীদের। বিশ্বকাপের জন্য আরও যে চার বছরের অপেক্ষার পালা। সময় গোনা শুরু হয়েছে মেসিদের হাতে ট্রফি ওঠার পর থেকেই। 

Advertisement
Advertisement