T20 WC India Vs Pakistan: টি-২০ বিশ্বকাপে ভারতের শুরুটা মোটেই ভাল হল না। পাকিস্তানের কাছে হেরে গিয়েছে ভারত। এটা ভারতের প্রথম ম্যাচ ছিল।
ঘটনা হল এই প্রথম বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে জয় পেল পাকিস্তান। ৫০ ওভারের বিশ্বকাপ বা টি-২০- এর আগে কোথাও ভারতের বিরুদ্ধে জেতেনি পাকিস্তান।
রবিবার বিশ্রী ভাবে ভারতকে হারিয়ে পাকিস্তান। দুবাইয়ে সেই খেলা হয়েছিল। ইতিহাস গড়েছে পাকিস্তান, কোনও সন্দেহ নেই। খেলা শেষে দুই দলের খেলোয়াড়রা একে অপরের সঙ্গে কথা বলেছেন। তাঁদের এই আচরণের প্রশংসা করছেন সকলে।
পাকিস্তানের ওপেনিং জুটি খেলা শেষ করে দিয়েছে বলা যেতে পারে। বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান জিতিয়ে দিয়েছেন হাইভোল্টেজ ম্যাচ।
ভারত পাকিস্তানের জন্য ১৫২ রানের টার্গেট দিয়েছিল। আর সেই রান হেসেখেলে তুলে ফেলেছে পাকিস্তান।
তারা লক্ষ্য়ে পৌঁছতে কোনও উইকেট হারায়নি। ম্যাচ শেষে ভারতের ক্যাপ্টেন বিরাট কোহলি (Virat Kohli) দুই ওপেনারকে শুভেচ্ছা জানান। এবং তিনি মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)-কে জড়িয়ে ধরেন।
বিরাট কোহলি (Virat Kohli)-র এই আচরণের প্রশংসা করেছেন সকলে। পাকিস্তান ক্রিকেট বোর্ডও কোহলির প্রশংসা করেছে।
পাক ক্রিকেট বোর্ড বলেছে, এটাই খেলার স্পিরিট। সোশাল মিডিয়ায় এই ছবি নিমেষে ভাইরাল হয়ে যায়।
কোহলি (Virat Kohli) হাসিমুখে রিজওয়ানকে বুকে টেনে নিচ্ছেন। দেখা যাচ্ছে সেই দৃশ্য।
ম্যাচ শেষ হওয়ার পর পাক দলের খেলোয়াড় শোয়েব মালিক (Shoiab Malik) ভারতীয় দলের মেন্টর এম এস ধোনি (M S Dhoni)-র সঙ্গে কথা বলেন। তাঁদের মধ্যে দীর্ঘ সময় কথা হয়। সে সংক্রান্ত একটি ভিডিও আইসিসি প্রকাশ করেছে।
এর ফাঁকে পাক দলের ক্যাপ্টেন বাবর আজম ধোনির সঙ্গে দেখা করেন। এবং হাত মেলান।
রবিবার দিনটি পাকিস্তানের খেলোয়াড়দের জন্য স্মরণীয় হয়ে থাকবে। কারণ তাঁদের জয় সত্যিই ইতিহাস তৈরি করল।
টি-২০ বিশ্বকাপে এর আগে ভারতের সঙ্গে পাকিস্তানের দেখা হয়েছে ৬ বার। তবে পাকিস্তান জিততে পারেনি। এই প্রথম জয় পেল তারা।
ফলে এই জয় উদযাপন তাদের কাছে বিশেষ, সন্দেহ নেই। বাবর আজম আর মহম্মদ রিজওয়ান সেই রেকর্ড তছনছ করে দিলেন।
বলা যেতে পারে, ভারতের ব্য়াটিং অর্ডার ফেল করেছে। ওপেনার বিশেষ রান পাননি। তাঁরা তাড়াতাড়ি আউট হয়ে গিয়েছেন।
বিরাট কোহলি সামলানোর চেষ্টা করেছিলেন বটে। তবে তাঁর চেষ্টা শেষ পর্যন্ত আর কাজে আসেনি। তাঁকে সঙ্গত দিয়েছিলেন ঋষভ পন্থ। ভারত তুলেছিল ১৫১ রান। শেষবেলায় হারদিক পাণ্ডিয়া এবং রবীন্দ্র জাদেজা বড়সড় কোনও কামাল করতে পারেননি।
এই খেলা নিয়ে আলোচনা করার সময় আরও একজনের কথা বলতেই হয়। তিনি হলে ফাস্ট বোলার শাহিন আফ্রিদি। শাহিদ বিরাট কোহলি, রোহিত শর্মা আর কেএল রাহুলের উইকেট নিয়েছেন। বলা যেতে পারে, ভারতের ব্য়াটিং অর্ডারটাই যেন ভেঙে দিয়েছেন তিনি। ৪ ওভারে শাহিন ৩ উইকেট নিয়েছেন। ডট বল করেছেন ১৩টি।