Advertisement

খেলা

IPL 2022-র ১০ ক্যাপ্টেনের স্ত্রী, গার্লফ্রেন্ডদের চেনেন? PHOTOS

Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Mar 2022,
  • Updated 5:01 PM IST
  • 1/11

২৬ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এবার যোগ হতে চলেছে নতুন দুটি দল লখনউ ও গুজরাত। এভাবে এবার মোট ১০টি দলের মধ্যে ৭৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। নতুন দলসহ যে ফ্র্যাঞ্চাইজিগুলো নতুন অধিনায়ক খুঁজছিল, মেগা নিলামের পর তারা অধিনায়কের নামও ঘোষনা করেছে। 

  • 2/11

মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্ব থাকবে রোহিত শর্মার হাতে। যিনি চারবার আইপিএল জিতিয়েছেন দলকে। রোহিতকে ১৬ কোটি টাকায় ধরে রেখেছে মুম্বই ফ্র্যাঞ্চাইজি। রোহিতের স্ত্রী রিতিকা, যাকে অনেক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে। তাদের একটি মেয়েও রয়েছে, যার নাম আদরা। 

  • 3/11

চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (CSK)। এই সব শিরোপা তারা জিতেছে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) অধিনায়কত্বে। ধোনি তাঁর ব্যক্তিগত জীবন গোপন রাখেন, তবে তাঁর স্ত্রী সাক্ষী সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ। ধোনিকে ১২ কোটি টাকায় ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজি। এবার মাহি নিজেই তাঁর পারিশ্রমিক কমিয়েছেন ৩ কোটি টাকা।

  • 4/11

আইপিএলে দুইবার শিরোপা জিতেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এবার দলের নতুন অধিনায়ক হবেন শ্রেয়াস আইয়ার। ফ্র্যাঞ্চাইজি আইয়ারকে মেগা নিলামে ১২.২৫ কোটি টাকায় কিনেছে। শ্রেয়াস তাঁর জীবনকে ব্যক্তিগত রাখেন। তবে মডেল নিকিতা জয়সিংহানীর সঙ্গে তাঁর সম্পর্কের কথা প্রকাশ্যে এসেছে। নিকিতার সঙ্গে ছবিটি শেয়ার করেছিলেন শ্রেয়াস। নিকিতা একজন আর্ট স্টাইলিস্ট। একটি বিজ্ঞাপনের শুটিংয়ের সময় দেখা হয় দুজনের।

  • 5/11

সানরাইজার্স হায়দ্রাবাদ দলের নেতৃত্ব থাকবে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের হাতে। হায়দরাবাদ দল এখন পর্যন্ত দুবার শিরোপা জিতেছে। উইলিয়ামসনকে ১৪ কোটি টাকায় ধরে রেখেছে দল। চিকিৎসা চলাকালীন নার্স সারা রাহিমের প্রেমে পড়েন উইলিয়ামসন। প্রায় পাঁচ বছর সম্পর্কে থাকার পর,তিনি ২০২০ সালের ডিসেম্বরে কন্যার বাবা হন। উইলিয়ামসন এবং সারা ২০১৫সাল থেকে একসঙ্গে আছেন। 

  • 6/11

রাজস্থান রয়্যালস (RR)  প্রথম এবং একমাত্র আইপিএল শিরোপা জিতেছে। সঞ্জু স্যামসন এবার নেতৃত্ব দেবেন। সঞ্জুকে ফ্র্যাঞ্চাইজি ১৪ কোটি টাকায় ধরে রেখেছে। কেরলে জন্মগ্রহণকারী, সঞ্জু ২২ ডিসেম্বর ২০১৮ সালে বান্ধবী চারুলতা স্যামসনকে বিয়ে করেছিলেন। 

  • 7/11

উইকেট-রক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্তের নেতৃত্বে দিল্লি ক্যাপিটালস দল তাদের প্রথম ট্রফি জেতার চেষ্টা করছে। ফ্র্যাঞ্চাইজি পান্তকে ১৬ কোটি টাকায় ধরে রেখেছে। পান্তের বান্ধবী হলেন ইশা নেগি, যিনি উত্তরাখণ্ডের বাসিন্দা এবং পেশায় একজন ইন্টেরিয়র ডিজাইনার৷ ২০২০ সালে একটি ছবি শেয়ার করে, পান্ত খোলাখুলিভাবে নিজের ভালবাসার কথা জানান।  

  • 8/11

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ফাফ ডু প্লেসিসকে 2022 সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) অধিনায়কত্ব করতে দেখা যাবে। আরসিবি এখনও শিরোপা জিততে পারেনি। ডু প্লেসিস তার দীর্ঘদিনের সঙ্গী ইমারি ভিসারকে ২০১৩ সালে বিয়ে করেন। ইমারী পেশায় একজন মার্কেটিং ম্যানেজার। এই দম্পতি ২০১৭ সালে এমিলি এবং ২০২০ সালে জোই নামে কন্যাসন্তানের পিতামাতা হন। 

  • 9/11

তাদের প্রথম শিরোপার সন্ধানে, প্রীতি জিনতার দল পাঞ্জাব কিংস (PBKS) মায়াঙ্ক আগরওয়ালকে নতুন অধিনায়ক হিসেবে নিয়োগ করেছে।ফ্র্যাঞ্চাইজি মায়াঙ্ককে ১২ কোটি টাকায় ধরে রেখেছে। মায়াঙ্ক ৬ জুন ২০১৮- সালে আশিতা সুদকে বিয়ে করেন। আশিতার বাবা কর্ণাটক রাজ্যের পুলিশ বাহিনীর প্রধান। 

  • 10/11

এবার ঢুকেছে নতুন দল লখনউ সুপারজায়ান্টস (LSG)। কেএল রাহুলকে নতুন অধিনায়ক হিসেবে নিয়োগ করেছে। রাহুলকে ১৭ কোটি টাকায় কিনেছে দল। রাহুলের বান্ধবী হলেন বলিউড তারকা সুনীল শেঠির মেয়ে আথিয়া শেঠি। দীর্ঘদিন ধরে দুজনেই নিজেদের সম্পর্ক লুকিয়ে রেখেছিলেন। কিন্তু দু’জনেই একসঙ্গে দেখা গিয়েছে বহুবার। এর পাশাপাশি, তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে একে অপরের বিষয়ে মন্তব্য করতেও দেখা যায়। এই কারণে, ভক্তরা ধারণা পেয়েছিলেন যে তাদের সম্পর্কের খবরটি গুজব নয়। 

  • 11/11

IPL 2022-এর দ্বিতীয় নতুন দল হল গুজরাট টাইটান্স (Gujarat Titans)। অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার হাতে দলের নেতৃত্ব তুলে দিয়েছেন তারা। ফ্র্যাঞ্চাইজি হার্দিককে ১৫ কোটি টাকায় দলে রেখেছে। হার্দিক তাঁর সার্বিয়ান বান্ধবী নাতাসা স্ট্যানকোভিচকে ২০২০ সালে বিয়ে করেছিলেন। তাদের একটি পুত্র  সন্তান রয়েছে। তার নাম অগস্ত্য। 

Advertisement
Advertisement