Advertisement

খেলা

Hasin Jahan: 'দেশের নাম পরিবর্তন করুন...,' PM মোদীকে আবেদন শামির স্ত্রী হাসিনের

Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Aug 2022,
  • Updated 7:57 PM IST
  • 1/8

টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার মহম্মদ শামি (Mohammad Shami) এখন ক্রিকেট থেকে দূরে রয়েছেন। ভারতীয় দলকে এশিয়া কাপ (Asia Cup 2022) খেলতে হবে। টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হতে চলা এই  টুর্নামেন্টে জায়গা পাননি মহম্মদ শামি। 
 

  • 2/8

মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান (Hasin Jahan) এখন নানা কারণে শিরোনামে রয়েছেন। ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তির আগের দিন সোশ্যাল মিডিয়ায় তাঁর মন্তব্য নিয়ে তোলপাড় হচ্ছে।  
 

  • 3/8

হাসিন জাহান তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন, যার মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) কাছে বিশেষ আবেদন জানিয়েছেন। দেশের নাম পরিবর্তন নিয়েই এই আবেদন জানিয়েছেন হাসিন।

  • 4/8

হাসিন জাহান আরও লিখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ভারতের নাম পরিবর্তন করার জন্য অনুরোধ করছি, যাতে সমগ্র বিশ্ব আমাদের দেশকে ভারত বা হিন্দুস্তান বলে ডাকে।  
 

  • 5/8

মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান এক ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, 'আমাদের দেশ, আমাদের সম্মান। আমি ভারতকে ভালোবাসি। আমাদের দেশের নাম শুধু হিন্দুস্তান বা ভারত হওয়া উচিত।'

 

  • 6/8

হাসিন একজন মডেল, তিনি ইনস্টাগ্রামে অনেক ছবি, রিল ভিডিও পোস্ট করতে থাকেন। যেগুলো বেশ ভাইরাল। ইনস্টাগ্রামে হাসিন জাহানের ফলোয়ারের সংখ্যা  লক্ষাধিক। সম্প্রতি হাসিন একটি বাংলা সিনেমাতেও অভিনয় করেছেন।  
 

  • 7/8

হাসিন জাহান এবং মহম্মদ শামি দীর্ঘদিন ধরেই আলাদা থাকেন। ২০১৮ সালে দুজনের মধ্যে অশান্তির খবর সামনে আসে, যেখানে হাসিন জাহান শামির বিরুদ্ধে হামলা, গার্হস্থ্য হিংসার গুরুতর অভিযোগ করেছিলেন। এরপর থেকে দু'জনেই আলাদা থাকছেন।  
 

  • 8/8

মহম্মদ শামি ও হাসিন জাহান ২০১৪ সালে বিয়ে করেন। ২০১৮ সালে, হাসিন জাহান মহম্মদ শামির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। শুধু তাই নয়, তিনি শামির বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়েরও অভিযোগ করেছিলেন। মহম্মদ শামি সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন, বিসিসিআইও শামিকে ক্লিন চিট দিয়ে দেয়। 
 

Advertisement
Advertisement