Advertisement

খেলা

Roy Krishna: ATK মোহনবাগান তো ছেড়েছেন, রয় কৃষ্ণ যাচ্ছেন কোথায়?

Aajtak Bangla
  • 11 Jul 2022,
  • Updated 3:53 PM IST
  • 1/10

রয় কৃষ্ণ এটিকে মোহনবাগান ছেড়ে দিয়েছেন এই মরশুমেই। তবুও কোন দলে সই করতে চলেছেন তিনি তা নিয়ে জল্পনার অন্ত নেই।

  • 2/10

এটিকে মোহনবাগানে তাঁর পরিবর্তে কে আসতে পারেন তা নিয়েও সমর্থকদের মধ্যে আগ্রহ চোখে পড়ার মত। 

  • 3/10

বিভিন্ন ক্লাব থেকে প্রস্তাব আসছে ফিজির এই স্ট্রাইকারকে দলে নেওয়ার জন্য। তবে তিনি কোন দলে যাচ্ছেন তা এখনও ঠিক হয়নি। 
 

  • 4/10

রয় কৃষ্ণর এজেন্ট তাঁর স্ত্রী নাজিয়া। তিনিই গোটা ব্যাপারটা দেখেন। তাই রয় কৃষ্ণকে রাজি করালেই শুধু হবে না রাজি করাতে হবে নাজিয়াকেও। তবেই ফিজির গোল মেশিনকে দলে নিতে পারবে কোনও ক্লাব।
 

  • 5/10

এটিকে-র হয়ে একবার ইন্ডিয়ান সুপার লিগ জিতলেও এটিকে মোহনবাগানের হয়ে কোনও ট্রফি জেতা হয়নি তাঁর। গত দুই মরশুমে ভাল খেললেও খুব বেশি গোল করতে পারেননি রয় কৃষ্ণ।
 

  • 6/10

এটিকে-র হয়ে একবার ইন্ডিয়ান সুপার লিগ জিতলেও এটিকে মোহনবাগানের হয়ে কোনও ট্রফি জেতা হয়নি তাঁর। গত দুই মরশুমে ভাল খেললেও খুব বেশি গোল করতে পারেননি রয় কৃষ্ণ।
 

  • 7/10

রয় কৃষ্ণকে প্রস্তাব দিয়েছে ইস্টবেঙ্গল। তবে এখনও ইমামির সঙ্গে চুক্তি সই না হওয়ায় এটিকে মোহনবাগানের প্রাক্তন স্ট্রাইকারকে তারা দলে নিতে পারবে কি না তা বলা যাচ্ছে না।
 

  • 8/10

রয় কৃষ্ণর কাছে প্রস্তাব রয়েছে কেরল ব্লাস্টার্সেরও। তবে তিনি কেরলে যাবেন কি না তা জানা যায়নি। এখনও অবধি একবারও আইএসএল জিততে পারেনি তারা।
 

  • 9/10

তাঁর কাছে প্রস্তাব রয়েছে মুম্বই সিটি এফসি-রও। আবার শোনা যাচ্ছে, নিজের পুরনো ক্লাব ওয়েলিংটন ফোনিক্সেও সই করতে পারেন রয় কৃষ্ণ।   
 

  • 10/10

এটিকে মোহনবাগানের হয়ে দুই মরশুমে মোট ৩৯টি ম্যাচে মোট ২১টি গোল রয়েছে তাঁর। ১২টা অ্যাসিস্ট রয়েছে তাঁর।      
 

Advertisement
Advertisement