Advertisement

খেলা

অলিম্পিক্সে অংশগ্রহণকারী প্রবীণ যাদবের পরিবারকে হুমকি, জানুন কারণ

Aajtak Bangla
  • দিল্লি,
  • 08 Aug 2021,
  • Updated 11:54 PM IST
  • 1/6

অলিম্পিক্সে অংশগ্রহণকারী তিরন্দাজ প্রবীণ যাদবের পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে গ্রামের লোকজন। যার জেরে কার্যত বাধ্য হয়ে গ্রাম ছাড়ছেন প্রবীণ যাদবের পরিবারের সদস্যরা। 

  • 2/6

বিশ্বের এক নম্বর তারকার কাছে হেরে তিরন্দাজির ব্যক্তিগত ইভেন্ট থেকে ছিটকে যান প্রবীণ। তবে প্রি-কোয়ার্টার ফাইনালে হেরে যান তিনি। যার জেরে তাঁকে দেশে ফিরে আসতে হয়। 

  • 3/6

কেন প্রবীণের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে? ওই তিরন্দাজির মা-বাবার অভিযোগ, তাঁরা বাড়ি মেরামত করতে চান। কিন্তু, তাঁদের তা করতে দেওয়া হচ্ছে না। কাজ করতে চাইলে তাঁদের হুমকি দেওয়া হচ্ছে। 

  • 4/6

প্রবীণ জানিয়েছেন, তাঁর বাবা-মা রাজ্য সরকারের একটি সংস্থার জমিতে দিন মজুরের কাজ করেন। তাদের তরফেই থাকার জন্য একটা জমি দেওয়া হয়েছিল। তাঁদের অর্থনৈতিক অবস্থা স্বচ্ছল হওয়ার পর তাঁরা সেখানে বাড়ি বানাতে শুরু করেন। তখনও পর্যন্ত কেউ আপত্তি করেনি। কিন্তু, তাঁরা যখন বাড়ি আরও বড় করতে শুরু করেন, তখন আপত্তি তোলে অনেকে। 

  • 5/6

প্রবীণ জানিয়েছেন, আপত্তি জানানো শুধু নয়, তাঁর বাবা-মাকে গ্রামছাড়া করার হুমকিও দেওয়া হয়। এতে তাঁরা মানসিক অশান্তিতে ভুগছেন। প্রয়োজনে গ্রাম ছেড়ে চলেও যেতে পারেন। 

  • 6/6

স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্রবীণরা যে জমিতে বাড়ি তার আশপাশে থাকা প্রতিবেশীরা আপত্তি জানিয়েছেন। তাঁদের বক্তব্য, ওই বাড়ি বড় করলে তাঁদের যাওয়া-আসার অসুবিধে হবে। যদিও স্থানীয় এসডিও-র বক্তব্য কিছুদিনের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে। 
 

Advertisement
Advertisement