অবশেষে PM Kisan Samman Nidhi-র টাকা পেতে চলেছেন বাংলার কৃষকরা। আজ দেশের সাড়ে ৯ কোটি কৃষককে অষ্টম দফার কৃষক সম্মান নিধির (Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana) টাকা তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তার মধ্যে রয়েছে বাংলার ৭ লক্ষ কৃষকের নামও।
শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, বাংলার দুই প্রান্তে জৈবিক চাষে উৎসাহ দেওয়া হচ্ছে। ছোট ও প্রান্তিক কৃষকরা যাতে ব্যাঙ্ক থেকে সহজে কৃষি ঋণ পান তার জন্য Kisan credit card দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী জানান, কৃষকদের উন্নয়নে এখনও পর্যন্ত ২ লক্ষ কোটি টাকারও বেশি ঋণ দেওয়া হয়েছে। করোনা সঙ্কটকালে কৃষকদের জন্য বেশ কিছু সুযোগ সুবিধাও এনেছে কেন্দ্রীয় সরকার।
এ দিন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী জানান, এখনও পর্যন্ত ১০ কোটি ৮২ লক্ষ কৃষক Kisan Samman Nidhi-র টাকা পেয়েছেন। পশ্চিমবঙ্গের ৭ লক্ষের বেশি চাষি কৃষক সম্মান নিধির সঙ্গে যুক্ত হয়েছেন, জানালেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী।
আজ বোতাম টিপে সাড়ে ৯ কোটির বেশি চাষিকে কৃষক সম্মান নিধির টাকা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পের আওতায় বছরে ৬ হাজার টাকা পান দেশের কৃষকরা।
এই Kisan Samman Nidhi-র মোট ৬ হাজার টাকা দেওয়া হয় ৩টি কিস্তিতে। আজ তারই প্রথম কিস্তির ২,০০০ টাকা পাচ্ছেন বাংলার প্রায় ৭ লক্ষ কৃষক।
শুক্রবার সকাল ১১টায় একটি ভার্চুয়াল বৈঠকে অংশগ্রহণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সাড়ে ৯ কোটির বেশি কৃষকের উদ্দেশ্যে প্রায় ১৯ হাজার কোটি টাকা ট্রান্সফার করেন।
রাজের ৭ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে এই Kisan Samman Nidhi-র প্রথম কিস্তির টাকা আজই সরসরি জমা পড়বে। এই উপলক্ষে আজ রাজ্যের কৃষকদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।